ঢাকা   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার (জাতীয়)        হাসান আরিফের প্রথম জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা (জাতীয়)        বিজয় দিবসে লাল-সবুজ জার্সিতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মিলনমেলা (জাতীয়)        মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা (জাতীয়)        জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন সম্পাদক শামসুল আলম খান (ময়মনসিংহ)        জাতি চিরদিন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে --বিভাগীয় কমিশনার (জাতীয়)        এবারও বিজয় দিবসে ফ্যাসিস্ট রাই ক্রোড়পত্র পেলেন , নতুন বাংলাদেশের সফলতা না ব্যর্থতা এ দায় কার? মাননীয় তথ্য উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখবেন কি? (জাতীয়)        ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার কাজ (ময়মনসিংহ)        রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা (জাতীয়)        আওয়ামী লীগের কর্মসূচি, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত : উপদেষ্টা আসিফ মাহমুদ (জাতীয়)      

সার্কভুক্ত দেশের জন্য কারেন্সি সোয়াপ চালু করল ভারত

Logo Missing
প্রকাশিত: 04:35:20 pm, 2024-06-28 |  দেখা হয়েছে: 17 বার।


অনলাইন ডেস্ক : সার্কভুক্ত দেশগুলোর জন্য নতুন কারেন্সি সোয়াপ উইন্ডো গঠন করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। দ্য ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, মোট ২৫ হাজার কোটি রুপির কারেন্সি সোয়াপ সুবিধা চালু করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ভারতের রিজার্ভ ব্যাংকের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সার্কভুক্ত দেশগুলো কারেন্সি সোয়াপের সুবিধা গ্রহণ করতে পারবে। ভারতীয় মুদ্রাকে সমর্থনের জন্য দেশগুলো বিভিন্ন ছাড় পেয়ে থাকবে।

এ ছাড়া পৃথক সোয়াপ উইন্ডোর মাধ্যমে ভারতের রিজার্ভ ব্যাংক দুই বিলিয়ন মার্কিন ডলার ও ইউরোতে অদলবদল চুক্তি বজায় রাখবে। এর আগে, ২০১২ সালের ১৫ নভেম্বর বৈদেশিক মুদ্রার তারল্য চাহিদা বা অর্থপ্রদানের ভারসাম্য সংকট মোকাবিলা করতে ব্যাক-আপ তহবিল সরবরাহের জন্য সার্ক কারেন্সি সোয়াপ ফ্যাসিলিটি চালু করে ভারত। সার্কভুক্ত দেশগুলো হলো, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৭ জুন) ২০২৪-২৭ মেয়াদে তিন বছরের জন্য এই কারেন্সি সোয়াপ চালু করা হয়।

প্রসঙ্গত, কারেন্সি সোয়াপ প্রথম চালু হয় ১৯৮১ সালে বিশ্বব্যাংক ও আইবিএমের মধ্যে। এটি মূলত আন্তঃদেশীয়। দুই দেশের দুই কোম্পানি বিনিময় হারের ঝুঁকি কমানো এবং অপেক্ষাকৃত কম সুদে পুঁজির সহজলভ্যতার কারণে দুই মুদ্রার এই অদলবদল সুবিধা গ্রহণ করে থাকে। আন্তর্জাতিক ফাইন্যান্সে এটিকে এক ধরনের ‘হেজিং’ বা নিরাপত্তার ঢাল হিসেবে দেখা হয়। ২০০৮ সালে বৈশ্বিক আর্থিক সংকটের সময় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কিছু উন্নয়নশীল দেশকে এ সুবিধা দিয়েছিল তারল্যের স্বার্থে।