ঢাকা   শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ | ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  মির্জা ফখরুলের সঙ্গে নতুন জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ (জাতীয়)        চুক্তির পরেও ফিলিস্তিনিদের উত্তর গাজায় না ফিরতে ইসরায়েলের সতর্কতা (জাতীয়)        শহিদুল আলমসহ আটকৃতদের নেয়া হয়েছে আশদোদ বন্দরে (জাতীয়)        তারেক রহমানের দিকনির্দেশনায় পথ হারাবে না বাংলাদেশ: প্রিন্স (জাতীয়)        রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার (জাতীয়)        প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সভাপতির বৈঠক (জাতীয়)        ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান (জাতীয়)        ধোবাউড়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, আনসার সদস্য আটক (জাতীয়)        ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোই একমাত্র সমাধান’ (জাতীয়)        বেগম খালেদা জিয়ার সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ (জাতীয়)      

স্টেশনে জনতার ভিড়ে ব্যাগ চুরি, র‍্যাবের অভিযানে উদ্ধার

Logo Missing
প্রকাশিত: 11:17:58 pm, 2025-09-27 |  দেখা হয়েছে: 1 বার।

ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রীর ব্যাগ চুরির ঘটনায় মাত্র ৩০ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ব্যাগসহ স্বর্ণালংকার, জমির দলিল ও নগদ টাকা উদ্ধার করেছে র‍্যাব-১৪। এ সময় চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণার কলমাকান্দার আতিকুর রহমান (৪৭) ২৫ সেপ্টেম্বর স্ত্রী-সন্তানদের নিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন। ময়মনসিংহ স্টেশনে বিরতির সময় নামাজ পড়তে গেলে সিটের বাংকারে রাখা ব্যাগ অজ্ঞাত চোরেরা নিয়ে যায়। ব্যাগে ছিল প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, জমির মূল দলিলপত্র ও নগদ অর্থ। এ ঘটনায় তিনি রেলওয়ে থানায় মামলা করেন।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে র‍্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। পরে ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শহরের ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে দুই চোর—মো. বাবুল (৩২) ও রনি বনিক (৩৫)কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া ব্যাগ, জমির দলিল, ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পৃথক আরেক অভিযানে ২৭ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ রেলস্টেশন এলাকা থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।