সর্বশেষ সংবাদ
ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করায় মো. বাবুল মিয়া নামে একজন অস্থায়ী আনসার সদস্যকে উত্তেজিত জনতা মাদরাসার শিক্ষার্থীর মাধ্যমে করে। এ ঘটনাস্থল বিকালে মিছিল অনু্ষ্ঠিত হয় এবং দুঃখজনক শাস্তির দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার বিকালে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনসার সদস্য বাবুল মিয়া গত দিন আগে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পংখারবাড়ি গ্রামের একটি চায়ের দোকানে বসে নবীজি (সা.)-কে নিয়ে কটুক্তি করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে ওই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে উভয়পক্ষে কথাকাটাকাটি শুরু হলে মাদরাসার শিক্ষার্থীরা তাকে মারধর করে ও পরে কলসিন্দুর মাদরাসায় আটক রাখে। ঘটনাস্থলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন, ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মহামান্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত অভিযুক্ত আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি থানার হেফাজতে আছেন এবং এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এ সময় এমরান সালেহ প্রিন্স উত্তেজিত ছাত্র ও জনতাকে শান্ত থাকতে আহ্বান জানান এবং আইনকে আইনের পথে চলার আহ্বান জানান। পরে প্রিন্স জানান, খবর পেয়ে আমি ইউএনও ও ওসিকে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পাশ্ববর্তী উপজেলায় দুঃখজনক পরিস্থিতি নিরসনে আওয়ামী লীগ এবং বিএনপিসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে। এলাকায় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশকে জোরদার করা হয়েছে।