ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  জুলাই ঘোষণাপত্র দেওয়ার বাকি আর ২৬ কর্মদিবস: হাসনাত (জাতীয়)        ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু (জাতীয়)        গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কার করল ভারত (জাতীয়)        'জনতার মেয়রকে পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা' (জাতীয়)        অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চট্টগ্রাম বন্দর একমাত্র ভরসা: প্রধান উপদেষ্টা (জাতীয়)        যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ-দিল্লি (আন্তর্জাতিক)        সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ (জাতীয়)        বিএনপি ক্ষমতায় যেতে পারলে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর খোলা হবে - প্রিন্স (ময়মনসিংহ)        শশ্মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচি, ইউএনও’র বহাল রাখার দাবি (জাতীয়)        আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ (জাতীয়)      

সাংবাদিকদের পেশার স্বার্থেই একতাবদ্ধ শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠন জরুরী : কামাল আহমেদ

Logo Missing
প্রকাশিত: 08:31:29 pm, 2025-02-01 |  দেখা হয়েছে: 3 বার।

ময়মনসিংহ বিভাগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি (মঙ্গলবার) ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের আয়োজনে বিভাগের নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার শতাধিক সাংবাদিকের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
 
 
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের নেতৃত্বে মতবিনিময় সভায় কমিশন সদস্য আখতার হোসেন খান ও মোস্তফা সবুজ অংশগ্রহণ করেন।সভার প্রথম পর্বে উপস্থিত সাংবাদিকগণ সংস্কার কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতকরণ, সম্মানজনক বেতন কাঠামো বাস্তবায়ন, মিডিয়া হাউজগুলোর যথাযথ তদারকি, সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা, সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন, জব সিকিউরিটি প্রভৃতি বিষয়সমূহে সংস্কার কমিশনের পদক্ষেপ কামনা করেন।
 
 
গণমাধ্যমের সংস্কারে বিভিন্ন পরামর্শ কমিশনের সদস্যগণ লিপিবদ্ধ করেন। কমিশন প্রধান বলেন, গণমাধ্যমের সার্বিক উন্নয়নে সংস্কারের বিষয়টি কমিশনের হাতে না থাকলেও সাংবাদিকদের সুপারিশসমূহ সরকারের কাছে পৌঁছে দেয়া হবে। গণমাধ্যমের সংস্কার করা জরুরি। প্রেস কাউন্সিলকে কার্যকর করতে হবে। সাংবাদিকদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন এবং তা কার্যকর করা প্রয়োজন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এবং সাংবাদিকদের মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেতন কাঠামো নির্ধারণ ও ওয়েজবোর্ড যথাযথ বাস্তবায়ন বিষয়ে সুপারিশ করা হবে।
 
 
তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নগুলোকে সকল বিভক্তির ঊর্ধ্বে উঠে কার্যকর করতে হবে। সাংবাদিকদের পেশার স্বার্থেই একতাবদ্ধ শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠন জরুরী। আর তা নিশ্চিতে সাংবাদিকদেরই সর্বাগ্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কমিশন প্রধান বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত সুপারিশসমূহ গুরুত্ব সহকারে সরকারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান।