সর্বশেষ সংবাদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে লিখেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস।
শুক্রবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জুলাই বিপ্লব’-এর সময়কার একটি ভিডিও শেয়ার করেন তিনি এ কথা লেখেন।
হাসনাতের শেয়ার করা ভিডিওতে একজন বক্তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন-পীড়নের চিত্র তুলে ধরেন। পোস্টের ক্যাপশনে হাসনাত লেখেন— ‘জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস।’
সবশেষ গত ১০ মে ছাত্র-জনতার গণদাবির মুখে পতিত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে তারা জানায়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। সেই ঘোষণার চার দিন পার হয়েছে ইতোমধ্যে। বিষয়টি মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনার পতনের সময় সক্রিয় ভূমিকা রাখা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।