সর্বশেষ সংবাদ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের একটি শশ্মানকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া ও কিছু দেশীয় পত্রিকায় রাষ্ট্রবিরোধী ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আজ শুক্রবার বিকেল ২টায় ঈশ্বরগঞ্জে এক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একইসাথে স্থানীয় প্রশাসনের প্রতি আস্থা জানিয়ে, সদ্য বদলি হওয়া ইউএনও মো. এরশাদুল আহমেদের বদলি আদেশ বাতিল করে তাকে বহাল রাখার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ।
উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে শশ্মান সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ সাকিবুজ্জামান, সংস্কার ফোরাম প্রতিনিধি মোহাম্মদ মামুন, যুব জমিয়তে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক মুফতি জুনায়েদ আহমদ, ইত্তেফাকুল ওলামা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, ইত্তেফাকুল ওলামা এর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মনসুর বিন আহমদ, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি হাবিবুল্লাহসহ স্থানীয় সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ বক্তব্য রাখেন। এক বক্তা, স্থানীয় যুবক রাশেদুল ইসলাম বলেন, “আমরা ইউএনও স্যারকে দীর্ঘদিন ধরে দেখে আসছি। তিনি সব ধর্ম-বর্ণের মানুষের পাশে দাঁড়িয়েছেন। যারা বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সাথে আমরা চাই, ইউএনও স্যার যেন ঈশ্বরগঞ্জেই বহাল থাকেন।”
পূর্বের অভিযোগ নিছক ভুল বোঝাবুঝি ছিল, এখন সেটার অবসান হয়েছে।” তাঁরা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন।