ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  জুলাই ঘোষণাপত্র দেওয়ার বাকি আর ২৬ কর্মদিবস: হাসনাত (জাতীয়)        ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু (জাতীয়)        গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কার করল ভারত (জাতীয়)        'জনতার মেয়রকে পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা' (জাতীয়)        অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চট্টগ্রাম বন্দর একমাত্র ভরসা: প্রধান উপদেষ্টা (জাতীয়)        যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ-দিল্লি (আন্তর্জাতিক)        সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ (জাতীয়)        বিএনপি ক্ষমতায় যেতে পারলে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর খোলা হবে - প্রিন্স (ময়মনসিংহ)        শশ্মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচি, ইউএনও’র বহাল রাখার দাবি (জাতীয়)        আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ (জাতীয়)      

ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতাল ক্ষতিগ্রস্ত

Logo Missing
প্রকাশিত: 11:29:23 am, 2025-03-24 |  দেখা হয়েছে: 3 বার।

দক্ষিণ গাজায় ইসরাইলি সেনাবাহিনী সবচেয়ে বড় হাসপাতালে বিমান হামলা চালিয়েছে, যার ফলে এক ব্যক্তি নিহত ও অনেকেই আহত হয়েছেন। এই হামলায় হাসপাতালের সার্জিক্যাল ভবনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটে রোববার (২৩ মার্চ) রাতে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে, এবং এর প্রভাব সরাসরি গাজার চিকিৎসা ব্যবস্থায় পড়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের হামলার লক্ষ্য ছিল একটি হামাস সদস্য, যিনি হাসপাতালে কাজ করছিলেন। এই হামলার পর তারা দাবি করেছে যে, হামাসই বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য দায়ী, কারণ তারা ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করছিল। হাসপাতালের সার্জিক্যাল ভবনে বোমা আঘাত করায় ওই এলাকার পরিবেশ আরও বিপজ্জনক হয়ে পড়ে। ইসরাইলের সেনাবাহিনী এর আগে গাজার অন্যান্য চিকিৎসা কেন্দ্রেও হামলা চালিয়েছে, ফলে চিকিৎসা কার্যক্রমে মারাত্মক বাধা এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে গাজার ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর এসব হামলা গাজার সাধারণ মানুষের জন্য বিপদজনক পরিস্থিতি তৈরি করেছে এবং এর ফলে চিকিৎসাসেবা সরবরাহে ব্যাপক বাধা পড়ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে অতর্কিত হামলা চালিয়ে ১২০০ জনেরও বেশি ইসরাইলি নাগরিককে হত্যা করে এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যায়। এর পর থেকে ইসরাইল গাজায় সামরিক হামলা শুরু করে। কিন্তু ২০২৪ সালের ১৯ জানুয়ারি ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হলেও, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্য শুরু হয়, এবং ১৮ মার্চ থেকে ফের বিমান হামলা শুরু হয়।

এই সাম্প্রতিক হামলা এবং আগ্রাসনের কারণে গাজায় মানবিক সঙ্কট আরও ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনা চলছেই। তথ্যসূত্র : আরব নিউজ