ঢাকা   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ময়মনসিংহে দায়িত্ব অবহেলা-অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার (ময়মনসিংহ)        ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে বির্তক, ৮ সদস্যের অনাস্থা (জাতীয়)        গুলশানের ফ্ল্যাট দখল : মামলার আসামি টিউলিপসহ ৩ (ময়মনসিংহ)        নতুন বছরের প্রথমার্ধে এর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে - প্রিন্স (ময়মনসিংহ)        বাংলা নববর্ষ উপলক্ষে হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স এর শুভেচ্ছা বিনিময় ও বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান (জাতীয়)        বাংলা নববর্ষ উৎসবে মেতে উঠেছে লাখো মানুষ (ময়মনসিংহ)        গর্বে আমার বুকটা ভরে যায়: জেলা প্রশাসক মফিদুল আলম (ময়মনসিংহ)        এবার এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে (ময়মনসিংহ)        মার্চ মাসে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪ জন (জাতীয়)        মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সমাপ্ত (জাতীয়)      

ময়মনসিংহ মেডিকেলে পরিচয়হীন দুই নবজাতক

Logo Missing
প্রকাশিত: 05:36:30 pm, 2025-04-08 |  দেখা হয়েছে: 8 বার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পরিচয়হীন অবস্থায় তিন নবজাতককে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরমধ্যে মারা গেছে একজন। বর্তমানে আরও দুটি নবজাতক চিকিৎসাধীন।

রোববার (৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, নবজাতকগুলো হাসপাতালের ২৫ নম্বর নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রয়েছে। চিকিৎসক ও নার্সরা তাদের সেবা দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক জানান, ৭ মার্চ হাসপাতালের টয়লেটে পড়ে ছিল একটি নবজাতক। একজন কর্মচারী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এরপর ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এই নবজাতকটি পাওয়া যাওয়ার কিছুদিন আগে আরও দুটি নবজাতক পাওয়া যায়। তাদের মধ্যে ইতোমধ্যে একটি নবজাতক মারা গেছে। অবৈধ মেলামেশায় সন্তান জন্মের পর হাসপাতালে ফেলে চলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঈদুল ফিতরের আগেও তিনটি নবজাতক সুস্থ ছিল। কিন্তু ঈদের পর একজনের মৃত্যু হয়। দুই নবজাতক একই ওয়ার্ডের এনআইসিইউতে রয়েছে। তাদের মধ্যে একটি মেয়ে ও আরেকটি ছেলে। এই নবজাতকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সন্তানহীন সচ্ছল পরিবারদের হাতে তুলে দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এই মুহূর্তে পরিচয়হীন কয়জন নবজাতক হাসপাতালে আছে, তা আমার মনে নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।