সর্বশেষ সংবাদ
বাংলা নববর্ষ উপলক্ষে হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স এর শুভেচ্ছা বিনিময় ও বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান।
বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ধান মহালে স্থানীয় বিশিষ্টজন, বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ সাধারন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।
বিকেল ৪ টা থেকে তিনি আমন্ত্রিত ও স্বতস্ফুর্তভাবে উপস্থিত সকলের সাথে ছনের ঘরের আদলে নির্মিত বিশেষ মঞ্চে দাঁড়িয়ে নববর্ষের শুভেচ্ছা জানান। এসময় ব্যান্ড বাদক ও ঢোল বাদক দল গ্রাম বাংলার জনপ্রিয় গানের সুরে বাজনা বাজিয়ে উৎসবমুখর পরিবেশ সৃস্টি করে।
সন্ধ্যার পর একই স্থানে পৃথক মঞ্চে হালুয়ায়াঘাট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি। বিপুল সংখ্যক নারী পুরুষসহ নেতাকর্মী গভীররাত পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। নয়নাভিরাম আতশবাজির মধ্যদিয়ে বর্ষবরণের উৎসবমুখর অনুষ্ঠান শেষ হয়।
নববর্ষের শুভেচ্ছা ও বর্ষবরণ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
বাংলাদেশের নিজস্ব ক্রিস্টি , সাহিত্য , সংস্কৃতি , ঐতিহ্য লালন করে বিএনপি । তিনি বলেন , বাংলাদেশের সংস্কৃতি গড়ে উঠেছে ছাপ্পান্নো হাজার বর্গমাইলের ভেতরের মানুষের সুখ , দুঃখ, হাসি ,কান্না , আচার, ব্যবহার , চলন, বলন, ধর্মীয়, সামাজিক রীতি নীতি ও বিশ্বাসের ওপর । এটাই আমাদের জাতীয় সংস্কৃতি। আমাদের এই ঐতিহ্যগত সংস্কৃতিকে কেউ কেউ বাবু সংস্কৃতি বা মোল্লা সংস্কৃতির দিকে নিয়ে যেতে চায় । আবার কেউ কেউ ধর্ম ও সংস্কৃতিকে এক করে দেখতে চায়। কিন্তু শিল্প , সাহিত্য , সংস্কৃতি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে চলবেনা। দেখতে হবে ওই দেশের মাটি ও মানুষের রীতি নিতির ওপর ভিত্তি করে । সংস্কৃতীর কোনও অংশ যেনো কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে , তা সবাইকে সতর্ক থাকতে হবে । তিনি বলেন , বাংলাদেশের মানুষকে তার সংস্কৃতি রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে । কেননা আমার সংস্কৃতি আমার পরিচয়কে তুলে ধরে । আমার সার্বভৌমত্বকে নিরাপদ করে । তিনি বলেন, গণতন্ত্র ছাড়া নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটে না । কর্তৃত্ববাদী আওয়ামী শাষণে ভিনদেশী অপ সংস্কৃতির বিস্তার ঘটানো হয়েছিল । তিনি আশাব্যক্ত করে বলেন নতুন বছরের প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে ।