ঢাকা   ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ময়মনসিংহে দায়িত্ব অবহেলা-অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার (ময়মনসিংহ)        ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে বির্তক, ৮ সদস্যের অনাস্থা (জাতীয়)        গুলশানের ফ্ল্যাট দখল : মামলার আসামি টিউলিপসহ ৩ (ময়মনসিংহ)        নতুন বছরের প্রথমার্ধে এর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে - প্রিন্স (ময়মনসিংহ)        বাংলা নববর্ষ উপলক্ষে হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স এর শুভেচ্ছা বিনিময় ও বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান (জাতীয়)        বাংলা নববর্ষ উৎসবে মেতে উঠেছে লাখো মানুষ (ময়মনসিংহ)        গর্বে আমার বুকটা ভরে যায়: জেলা প্রশাসক মফিদুল আলম (ময়মনসিংহ)        এবার এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে (ময়মনসিংহ)        মার্চ মাসে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪ জন (জাতীয়)        মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সমাপ্ত (জাতীয়)      

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে বির্তক, ৮ সদস্যের অনাস্থা

Logo Missing
প্রকাশিত: 10:43:26 pm, 2025-04-15 |  দেখা হয়েছে: 2 বার।

ময়মনসিংহে মহানগর স্বেচ্ছাসেবক দলের ২ নম্বর ওয়ার্ড কমিটিতে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগে ৮ সদস্য অনাস্থা প্রস্থাব দিয়েছে। এনিয়ে সংগঠনসহ নবগঠিত কমিটির নেতাকর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এই অনাস্থা প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হান্নান মিয়া।

এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন নবগঠিত কমিটির ৮ সদস্য। তারা হলেন- যুগ্ম আহবায়ক মো: খোকন মিয়া, খরিল মিয়া, রাসেল মিয়া, আনোয়ার হোসেন, সদস্য- জুয়েল মিয়া, জিয়াউর রহমান ও মো: লিমন।

অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটির আহবায়ক সাদরুল হাসান খান তোয়া কখনো বিএনপি বা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। সে বিগত সময়ে অন্যদলের নেতাদের সঙ্গে চলাফেরা করত। আমরা তোয়াকে কখনো দলীয় কর্মকান্ডে পাইনি। অথচ তাকে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করা হয়েছে। এ কারণে আমরা কমিটির আহবায়কের প্রতি অনাস্থা প্রকাশ করছি।

নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হান্নান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দল না করেও পদ পাওয়া যায়, এটা তোয়া প্রমাণ করেছে। অথচ ৫ আগস্টের আগে তাদেরকে কখনো দলের দেখিনি। তোয়া ছাড়াও এই কমিটিতে কৃষকদলের ওয়ার্ডের আহবায়ক প্রকৌশলী সবুজকে কোন যাচাই-বাছাঁই না করেই স্বেচ্ছাসেবক দলের সদস্য করা হয়েছে। সংগঠনের নেতাদের এই বিষয়গুলো অবহিত করা হলেও তারা কোন ভ্রুক্ষেপ করছেন না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আমিনুল ইসলাম ফয়সাল। তিনি বলেন, এই কমিটির বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দও অবগত। যাচাই-বাঁছাই করে নিয়ম মেনে কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক তোয়া’কে নিয়ে জাতীয় পার্টির এক নেতার সঙ্গে যে ছবি প্রকাশ হয়েছে সেটা সামাজিক ছবি, দলীয় কর্মকান্ডের নয়।

এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও নবগঠিত কমিটির আহবায়ক সাদরুল হাসান খান তোয়া ফোন কল রিসিভ করেননি।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!