সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে মহানগর স্বেচ্ছাসেবক দলের ২ নম্বর ওয়ার্ড কমিটিতে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগে ৮ সদস্য অনাস্থা প্রস্থাব দিয়েছে। এনিয়ে সংগঠনসহ নবগঠিত কমিটির নেতাকর্মীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এই অনাস্থা প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হান্নান মিয়া।
এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন নবগঠিত কমিটির ৮ সদস্য। তারা হলেন- যুগ্ম আহবায়ক মো: খোকন মিয়া, খরিল মিয়া, রাসেল মিয়া, আনোয়ার হোসেন, সদস্য- জুয়েল মিয়া, জিয়াউর রহমান ও মো: লিমন।
অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটির আহবায়ক সাদরুল হাসান খান তোয়া কখনো বিএনপি বা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। সে বিগত সময়ে অন্যদলের নেতাদের সঙ্গে চলাফেরা করত। আমরা তোয়াকে কখনো দলীয় কর্মকান্ডে পাইনি। অথচ তাকে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করা হয়েছে। এ কারণে আমরা কমিটির আহবায়কের প্রতি অনাস্থা প্রকাশ করছি।
নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হান্নান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দল না করেও পদ পাওয়া যায়, এটা তোয়া প্রমাণ করেছে। অথচ ৫ আগস্টের আগে তাদেরকে কখনো দলের দেখিনি। তোয়া ছাড়াও এই কমিটিতে কৃষকদলের ওয়ার্ডের আহবায়ক প্রকৌশলী সবুজকে কোন যাচাই-বাছাঁই না করেই স্বেচ্ছাসেবক দলের সদস্য করা হয়েছে। সংগঠনের নেতাদের এই বিষয়গুলো অবহিত করা হলেও তারা কোন ভ্রুক্ষেপ করছেন না।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আমিনুল ইসলাম ফয়সাল। তিনি বলেন, এই কমিটির বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দও অবগত। যাচাই-বাঁছাই করে নিয়ম মেনে কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক তোয়া’কে নিয়ে জাতীয় পার্টির এক নেতার সঙ্গে যে ছবি প্রকাশ হয়েছে সেটা সামাজিক ছবি, দলীয় কর্মকান্ডের নয়।
এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও নবগঠিত কমিটির আহবায়ক সাদরুল হাসান খান তোয়া ফোন কল রিসিভ করেননি।