ঢাকা   ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ময়মনসিংহে দায়িত্ব অবহেলা-অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার (ময়মনসিংহ)        ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে বির্তক, ৮ সদস্যের অনাস্থা (জাতীয়)        গুলশানের ফ্ল্যাট দখল : মামলার আসামি টিউলিপসহ ৩ (ময়মনসিংহ)        নতুন বছরের প্রথমার্ধে এর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে - প্রিন্স (ময়মনসিংহ)        বাংলা নববর্ষ উপলক্ষে হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স এর শুভেচ্ছা বিনিময় ও বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান (জাতীয়)        বাংলা নববর্ষ উৎসবে মেতে উঠেছে লাখো মানুষ (ময়মনসিংহ)        গর্বে আমার বুকটা ভরে যায়: জেলা প্রশাসক মফিদুল আলম (ময়মনসিংহ)        এবার এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে (ময়মনসিংহ)        মার্চ মাসে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪ জন (জাতীয়)        মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সমাপ্ত (জাতীয়)      

ময়মনসিংহে দায়িত্ব অবহেলা-অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার

Logo Missing
প্রকাশিত: 10:49:56 pm, 2025-04-15 |  দেখা হয়েছে: 2 বার।

ময়মনসিংহে এসএসসি পরীক্ষা চলাকালে দায়িত্ব অবহেলা, খাতা বদল ও নকল রাখার দায়ে কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক এবং ৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক ভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে গণিত পরীক্ষা চলাকালে এই বহিস্কারাদেশ দেওয়া হয়, বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয় (ইউএনও)।
এর মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন কামিল মাদরাসায় এসএসসি পরীক্ষা চলাকালে দুই শিক্ষার্থীর খাতা বদল এবং এক শিক্ষার্থীর কাছ থেকে নকল উদ্ধার করা হয়। এ ঘটনায় এই ৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত এই শিক্ষার্থীরা হলেন- ইয়াসিন আরাফাত সনি, কাউছার মাহমুদ এবং ছাব্বির মাহমুদ শামীম।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফুল ইসলাম প্রিন্স বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
অপরদিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিস্কার হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। তিনি জানান, পরীক্ষার হলে কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গিয়েছে। এটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুস্পষ্ট দায়িত্ব অবহেলা। এছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়ায় কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক বহিস্কার হয়েছে। তারা আগামী ৫ বছর কোন পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না। বহিস্কৃতরা হলেন- ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিব কেন্দ্র সচিব অধ্যক্ষ মো: বিল্লাল হোসেন এবং উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঠাকুর বাকাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমীন এবং গোলাম রেজুয়ান। ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের কেন্দ্রের হল সুপার শিক্ষক সিকদার জানান, ভোকেশনাল শাখার কয়েক জন ছাত্র সম্ভবত জানালা দিয়ে জব্দ হওয়া মোবাইলগুলো পরীক্ষার হলে নিয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এগুলো ধরা পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বহিস্কার করা হয়েছে।