ঢাকা   ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ময়মনসিংহে দায়িত্ব অবহেলা-অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার (ময়মনসিংহ)        ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে বির্তক, ৮ সদস্যের অনাস্থা (জাতীয়)        গুলশানের ফ্ল্যাট দখল : মামলার আসামি টিউলিপসহ ৩ (ময়মনসিংহ)        নতুন বছরের প্রথমার্ধে এর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে - প্রিন্স (ময়মনসিংহ)        বাংলা নববর্ষ উপলক্ষে হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স এর শুভেচ্ছা বিনিময় ও বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান (জাতীয়)        বাংলা নববর্ষ উৎসবে মেতে উঠেছে লাখো মানুষ (ময়মনসিংহ)        গর্বে আমার বুকটা ভরে যায়: জেলা প্রশাসক মফিদুল আলম (ময়মনসিংহ)        এবার এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে (ময়মনসিংহ)        মার্চ মাসে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪ জন (জাতীয়)        মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সমাপ্ত (জাতীয়)      

মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সমাপ্ত

Logo Missing
প্রকাশিত: 07:49:51 pm, 2025-04-12 |  দেখা হয়েছে: 2 বার।

শনিবার (১২ এপ্রিল) বিকালে মোনাজাতের মাধ্যমে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। পৌনে ৪টার দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৪টার দিকে। মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। ফিলিস্তিনের পক্ষে কয়েক লাখ লোক এই কর্মসূচিতে অংশ নেয়।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের এ কর্মসূচির সূচনা হয়। এরপর জনগণকে স্লোগানে উৎসাহ ও বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এসময় মুফতি রেজাউল করিম আবরারের উপস্থাপনায় বক্তব্য দেন অনেকে।

এদিকে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এর আগে বেলা আড়াইটা থেকে জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রবেশ করে হাজার হাজার মানুষ।

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিকেল ৩টায় রাজধানী ঢাকায় শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে সাধারণ জনতার পাশাপাশি অংশ নেবেন দেশবরেণ্য আলেম-উলামা ও রাজনৈতিক নেতারা।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!