ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  জুলাই ঘোষণাপত্র দেওয়ার বাকি আর ২৬ কর্মদিবস: হাসনাত (জাতীয়)        ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু (জাতীয়)        গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কার করল ভারত (জাতীয়)        'জনতার মেয়রকে পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা' (জাতীয়)        অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চট্টগ্রাম বন্দর একমাত্র ভরসা: প্রধান উপদেষ্টা (জাতীয়)        যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ-দিল্লি (আন্তর্জাতিক)        সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ (জাতীয়)        বিএনপি ক্ষমতায় যেতে পারলে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর খোলা হবে - প্রিন্স (ময়মনসিংহ)        শশ্মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচি, ইউএনও’র বহাল রাখার দাবি (জাতীয়)        আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ (জাতীয়)      

অনেক জায়গায় গেলাম, কিন্তু এমন আন্তরিকতা আর কোথাও পেলাম না

Logo Missing
প্রকাশিত: 07:22:35 pm, 2025-05-02 |  দেখা হয়েছে: 11 বার।

গুচ্ছভুক্ত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই ভর্তি পরীক্ষা । সার্বিক বিষয়াদি সম্পর্কে জানতে চাইলে একজন পরীক্ষার্থীর অভিভাবক বলেন-" ঢাবিতেও গেলাম,জাবিতেও,তোমাদের মত আন্তরিকতা কোথাও পেলাম না।"

সরেজমিনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রবেশ করানো হয়েছে। ইলেক্ট্রনিক ডিভাইস আছে কিনা চেক করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। কেন্দ্রটিতে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯৬ শতাংশ। সর্বমোট ১৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬৫ জন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, "ভর্তি পরীক্ষা যে একটা উৎসবমুখর পর্যায়ে যেতে পারে, সে ব্যবস্থা আমরা করেছি। গার্ডিয়ানদের জন্য সমসংখ্যক বসার জায়গার ব্যবস্থা করেছি, শিক্ষার্থীদের জন্য হেল্পিং ডেস্কের ব্যবস্থা করেছি যাতে করে কোনক্রমে তারা সমস্যায় না পড়ে। বিভিন্ন জায়গায় আমাদের ইন্ডিকেশন আছে, যাতে করে শিক্ষার্থীদের পরীক্ষার রুম সহ বিভিন্ন স্থানে যেতে সহযোগিতা হবে। পরীক্ষার্থী উপস্থিতির মাত্রা সন্তোষজনক। কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় উপাচার্য কেন্দ্রের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং অভিভাবকদের সাথে সৌজন্য মতবিনিময় করেন। অভিভাবকরা তাদের বক্তব্যে খুশি ও সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এক লাখ ৪২ হাজার ৬৮৮ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৬২ জন। এছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ভর্তিচ্ছু ২৩ হাজার ৫৪ জন। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাস করেছেণ ১৩ হাজার ৬৬০ জন। শতকরা হিসাবে যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ