ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  জুলাই ঘোষণাপত্র দেওয়ার বাকি আর ২৬ কর্মদিবস: হাসনাত (জাতীয়)        ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু (জাতীয়)        গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কার করল ভারত (জাতীয়)        'জনতার মেয়রকে পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা' (জাতীয়)        অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চট্টগ্রাম বন্দর একমাত্র ভরসা: প্রধান উপদেষ্টা (জাতীয়)        যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ-দিল্লি (আন্তর্জাতিক)        সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ (জাতীয়)        বিএনপি ক্ষমতায় যেতে পারলে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর খোলা হবে - প্রিন্স (ময়মনসিংহ)        শশ্মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচি, ইউএনও’র বহাল রাখার দাবি (জাতীয়)        আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ (জাতীয়)      

প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে স্কপ ময়মনসিংহের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Logo Missing
প্রকাশিত: 10:22:49 pm, 2023-07-23 |  দেখা হয়েছে: 4 বার।

জাতীয় সংসদে উত্থাপিত পরিষেবা বিল- ২০২৩ বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক ফেডারেশন এর যৌথ উদ্যোগে দেশব্যাপী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে ২৭ জুলাই ময়মনসিংহে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গতকাল ২২ জুলাই স্কপ ময়মনসিংহ এর প্রস্তুতি সভা সন্ধ্যা ৭ টায় মালগুদামে অবস্থিত টিইউসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্কপের জেলা সমন্বয়ক ও টিইউসি'র সভাপতি মাহবুব বিন ছাইফ এর সভাপতিত্বে এবং ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সেক্রেটারি তফাজ্জল হোসেন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় স্কপ অন্তর্ভুক্ত বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। এ সময় প্রস্তুতি সভায় আলোচনা করেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ ও দপ্তর সম্পাদক বাবলী আকন্দ, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি খোকন মজুমদার, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সামসুল খান, জাতীয় শ্রমিক জোটের সেক্রেটারি শাহনাজ আক্তার ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠক নকিব।
সভায় নেতৃবৃন্দ বলেন, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার ধারাবাহিক মন্দা ও বিশ্বযুদ্ধের কারণে বিশ্বজুড়ে ছাঁটাই, বেকারত্ব ও দারিদ্রতা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে শ্রমিক আন্দোলন গড়ে উঠছে। এই আন্দোলনকে দমন করার জন্য শাসক শোষক গোষ্ঠী শ্রমিক শ্রেণির উপর বিভিন্ন কালাকানুন চাপিয়ে দিচ্ছে। অত্যাবশকীয় পরিষেবা বিল আইনে পরিণত করে শ্রমিকদের আন্দোলন দমন করার শাসক শোষক গোষ্ঠীর অপচেষ্টা। এর বিরুদ্ধে বিভাগীয় স্কপের প্রতিনিধি সফল করে দেশব্যাপী শ্রমিক আন্দোলনকে অগ্রসর করতে হবে । এ প্রেক্ষিতে আগামি ২৭ জুলাই বিকাল ৩ টায় মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে প্রতিনিধি সভায় সকল ফেডারেশন ও সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিত থাকতে নেতৃবৃন্দ আহবান জানান।