ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)        দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স (জাতীয়)      

জালেমকে হটিয়ে ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠা করতে হবে

Logo Missing
প্রকাশিত: 10:11:15 pm, 2024-03-23 |  দেখা হয়েছে: 2 বার।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, পবিত্র কোরআন নাযিলের মাসে মানুষ মুত্তাকি হবার চেষ্টা করেন। কিন্ত ইসলামের কথা বলে এই সরকার মুনাফেকি করছে। এই শ্বৈরাচারি সরকারকে উৎখাত করা ঈমানি দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে এই জালেম সরকারকে হটিয়ে ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজ শনিবার পল্টনের বক্সকার্লভাট রোডস্থ একটি হোটেলে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে দলের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদের সঞ্চালনায় এতে অন্যান্যের উপস্থিত ছিলেন, দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি,গণ ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মাওলানা মোস্তফা তারেকুল হাসান।
নেতৃবৃন্দ বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী তাহযিব তমাদ্দুন ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ভারতের আধিপাত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ ভারতীয় পণ্য বর্জনের জোর দাবি জানান। নেতৃবৃন্দ ফিলিস্তিনে মুসলিম হত্যাযজ্ঞা বন্ধ এবং অবিলম্বে মাওলানা মামুনুল হককে মুক্তির দাবি জানান।