ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  জুলাই ঘোষণাপত্র দেওয়ার বাকি আর ২৬ কর্মদিবস: হাসনাত (জাতীয়)        ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু (জাতীয়)        গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কার করল ভারত (জাতীয়)        'জনতার মেয়রকে পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা' (জাতীয়)        অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চট্টগ্রাম বন্দর একমাত্র ভরসা: প্রধান উপদেষ্টা (জাতীয়)        যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ-দিল্লি (আন্তর্জাতিক)        সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ (জাতীয়)        বিএনপি ক্ষমতায় যেতে পারলে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর খোলা হবে - প্রিন্স (ময়মনসিংহ)        শশ্মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচি, ইউএনও’র বহাল রাখার দাবি (জাতীয়)        আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ (জাতীয়)      

জালেমকে হটিয়ে ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠা করতে হবে

Logo Missing
প্রকাশিত: 10:11:15 pm, 2024-03-23 |  দেখা হয়েছে: 2 বার।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, পবিত্র কোরআন নাযিলের মাসে মানুষ মুত্তাকি হবার চেষ্টা করেন। কিন্ত ইসলামের কথা বলে এই সরকার মুনাফেকি করছে। এই শ্বৈরাচারি সরকারকে উৎখাত করা ঈমানি দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে এই জালেম সরকারকে হটিয়ে ইনসাফভিত্তিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজ শনিবার পল্টনের বক্সকার্লভাট রোডস্থ একটি হোটেলে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে দলের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদের সঞ্চালনায় এতে অন্যান্যের উপস্থিত ছিলেন, দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি,গণ ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মাওলানা মোস্তফা তারেকুল হাসান।
নেতৃবৃন্দ বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী তাহযিব তমাদ্দুন ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ভারতের আধিপাত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ ভারতীয় পণ্য বর্জনের জোর দাবি জানান। নেতৃবৃন্দ ফিলিস্তিনে মুসলিম হত্যাযজ্ঞা বন্ধ এবং অবিলম্বে মাওলানা মামুনুল হককে মুক্তির দাবি জানান।