সর্বশেষ সংবাদ
বিনোদন ডেস্ক : ধর্ম বাধা হতে পারেনি। ভারতের বিশেষ বিবাহ আইনে রোববার (২৩ জুন) নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। নতুন খবর হলো, বিয়ের ঘ্রাণ না শুকাতেই হাসপাতালে দাবাং অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, তবে কী মা হতে চলেছেন তিনি?
ইতোমধ্যে বিষয়টি নিয়ে নেটিজেনদের এক অংশ চলে গেছেন অতীতে। তারা টানছেন আলিয়া ভাটের উদাহরণ। বলছেন, তিনিও কিন্তু বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন। হয়তো সে পথেই হাঁটছেন সোনাক্ষীও। তবে ঠিক কী কারণে হাসপাতালে গিয়েছিলেন তা নিয়ে মুখ খোলেননি এ তারকা দম্পতি।
মূলত একটি ভিডিওকে ঘিরে এমন জল্পনার শুরু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জাহির। তবে ছবি শিকারিদের দেখতে পেয়েই তারা এড়িয়ে যান। উঠে পড়েন গাড়িতে। আর এটি দেখেই সবার ধারণা, তাহলে বোধহয় অন্তঃসত্ত্বা অভিনেত্রী!
প্রসঙ্গত, বিয়ের মাধ্যমে সাত বছরের প্রেম পূর্ণতা পেয়েছে সোনাক্ষী-জাহিরের। সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম এবং বিয়ে।