ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)        দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স (জাতীয়)      
মা হচ্ছেন সোনাক্ষী!

বিয়ের ১ সপ্তাহ না যেতেই হাসপাতালে

Logo Missing
প্রকাশিত: 04:30:49 pm, 2024-06-29 |  দেখা হয়েছে: 10 বার।



বিনোদন ডেস্ক : ধর্ম বাধা হতে পারেনি। ভারতের বিশেষ বিবাহ আইনে রোববার (২৩ জুন) নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। নতুন খবর হলো, বিয়ের ঘ্রাণ না শুকাতেই হাসপাতালে দাবাং অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, তবে কী মা হতে চলেছেন তিনি?

ইতোমধ্যে বিষয়টি নিয়ে নেটিজেনদের এক অংশ চলে গেছেন অতীতে। তারা টানছেন আলিয়া ভাটের উদাহরণ। বলছেন, তিনিও কিন্তু বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন। হয়তো সে পথেই হাঁটছেন সোনাক্ষীও। তবে ঠিক কী কারণে হাসপাতালে গিয়েছিলেন তা নিয়ে মুখ খোলেননি এ তারকা দম্পতি।


মূলত একটি ভিডিওকে ঘিরে এমন জল্পনার শুরু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জাহির। তবে ছবি শিকারিদের দেখতে পেয়েই তারা এড়িয়ে যান। উঠে পড়েন গাড়িতে। আর এটি দেখেই সবার ধারণা, তাহলে বোধহয় অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

প্রসঙ্গত, বিয়ের মাধ্যমে সাত বছরের প্রেম পূর্ণতা পেয়েছে সোনাক্ষী-জাহিরের। সালমানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম এবং বিয়ে।