ঢাকা   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার (জাতীয়)        হাসান আরিফের প্রথম জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা (জাতীয়)        বিজয় দিবসে লাল-সবুজ জার্সিতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মিলনমেলা (জাতীয়)        মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা (জাতীয়)        জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন সম্পাদক শামসুল আলম খান (ময়মনসিংহ)        জাতি চিরদিন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে --বিভাগীয় কমিশনার (জাতীয়)        এবারও বিজয় দিবসে ফ্যাসিস্ট রাই ক্রোড়পত্র পেলেন , নতুন বাংলাদেশের সফলতা না ব্যর্থতা এ দায় কার? মাননীয় তথ্য উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখবেন কি? (জাতীয়)        ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার কাজ (ময়মনসিংহ)        রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা (জাতীয়)        আওয়ামী লীগের কর্মসূচি, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত : উপদেষ্টা আসিফ মাহমুদ (জাতীয়)      

বিয়ে নিয়ে যা বললেন বনি-কৌশানি

Logo Missing
প্রকাশিত: 04:31:26 pm, 2020-09-21 |  দেখা হয়েছে: 1 বার।

বিনোদন ডেস্ক : আগামী ডিসেম্বর মাসেই নাকি বিয়ে করতে যাচ্ছেন বনি-কৌশানি। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কৌশানি বলেন, ‘আমি কিন্তু প্রেম, সম্পর্ক, কোনো বিষয় নিয়েই লুকোছাপা করিনি। হঠাৎ লুকিয়ে রেজিস্ট্রি কেন করব? এই তো সবে কাজ শুরু হল। এখন সেটল করছি না।’
টলিপাড়ার খবর, ২০২১-এ বিয়ে করার কথা ছিল বনি ও কৌশানির। সেই প্রসঙ্গেই অভিনেতা বনি সেনগুপ্ত বললেন, ‘রেজিস্ট্রি করার কোনো প্ল্যান নেই। করোনার জন্য সব তো পিছিয়েই গেল! আমাদের বিয়েও করোনার জন্যই আরও এক বছর পিি য়ে গেল। ২০২২-এর আগে আমি ও কৌশানি, কেউ বিয়ে নিয়ে ভাবছি না। এখন কাজে মন দিতে হবে।’
পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় নতুন ছবিতে কাজ করবেন বনি। ৫ অক্টোবর শুরু হচ্ছে ছবির শুটিং। বোলপুর যাচ্ছেন বনি এই ছবির শুট করতে। এই মার্ডার মিস্ট্রির ছবিতে তার সঙ্গে থাকছেন অঙ্কুশ, ঋতাভরী চক্রবর্তী এবং পালক।
লকডাউনের গোড়ায়কৌশানির বাড়িতেই আটকে ছিলেন বনি। সেই সময় অভিনেতা কৌশানির হাতের মুর্গির নানা রান্না থেকে ডেজার্ট খেয়ে রীতিমতো উচ্ছ্বসিত। টলিউডে তাদের প্রেম কাহিনি জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। খুল্লামখুল্লা প্রেমেই ভরসা রাখেন দু’জন। বেশ কিছু দিন আগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন টলিউডের এই রোম্যান্টিক জুটি। না, কোনও নতুন ছবির জন্য নয়, বরং এক খুদে অতিথির জন্য। বনি-কৌশানির জীবনে ‘এন্ট্রি’ নিয়েছে এক মিষ্টি অতিথি। নাম তার ‘বাহুবলী’। কৌশানি নাকি নিজেই আদর করে রেখেছেন এই নাম। ছোট্ট বাহুবলীই হল কৌশানির রাখি পার্টনার। ছোট্ট হাতে ছোট্ট রাখিও পরিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে জানিয়েছেন, বাহুবলীর এক মাস পূর্ণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কৌশানির সঙ্গে বনি আর কৌশানির কোলে এই বাচ্চাকে দেখে সকলের মনে হয়েছিল, লকডাউনে তাঁদের বুঝি বাচ্চা হল! হাসতে হাসতে সেই কথা প্রসঙ্গে কৌশানি বললেন, ‘‘বাচ্চাটা আমার বোনের। অভিনেত্রীদের কোলে সদ্যোজাত দেখলেই মানুষ ভাবে এটা তার সন্তান!’’