মানবাধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ লিগ্যাল এইড হিউম্যান রাইটস সার্ভিস অ্যান্ড ফাউন্ডেশন, ময়মনসিংহ শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন- এ মুহুর্তে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য । এদেশকে কোন অবস্থাতেই ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিনত করা যাবে না। এদেশের জনগণ বীরের বেশে মাথা উঁচু করে দাঁড়াতে চায়!
আজ মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) বিকেল ৫টায় ময়মনসিংহের ঢোলাদিয়া এলাকায় জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম তালতলা মাদরাসা প্রাঙ্গণে এই আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও বিভিন্ন রাজনৈতিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ একথা বলেন।
অনুষ্ঠানে দোয়া মাহফিলে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুর রাহমান হাফেজ্জী হুজুর — যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এবং এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ্জী হুজুরের সাহেবজাদা মুফতি মুহাম্মাদ দোয়া পরিচালনা অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।
ইফতারের পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ মহানগরের যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের জেলা সভাপতি এনামুল হক আকন্দ (লিটন), দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল আলম খান,আনন্দ টিভির প্রতিনিধি উজ্জ্বল খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমীর আব্দুল করিম,এটিএম মাহবুবুর রহমান, আবু দাউদ রায়হান, হানজীর আহম্মেদ বিন, আবু সাঈদ ফরহান ও আশিকুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিল এক আত্মিক ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “ইসলামী হুকুমত কায়েম করতে হলে কেবল আন্দোলন নয়, বরং ধর্মপ্রাণ মানুষদের নিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি ইসলামীমনা সরকার গঠন এখন সময়ের দাবি।”
এই আয়োজনের মাধ্যমে সংগঠনটি মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামি মূল্যবোধ চর্চায় নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বক্তারা।