ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)        দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স (জাতীয়)      

দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স

Logo Missing
প্রকাশিত: 10:30:02 pm, 2025-03-24 |  দেখা হয়েছে: 1 বার।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের অয়োজন করেন ।

ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অয়োজিত ইফতার মাহফিলে ধোবাউড়ার বীরমুক্তিযোদ্ধা , সরকারী-বেসরকারী কর্মকর্তা ,রাজনীতিবিদ , শিক্ষক , সাংবাদিক ,ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি , ছাত্র অভুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিবর্গ , বিভিন্ন ধর্ম , জাতি ,শ্রেণী ,পেশার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতে ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয় ।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এমরান সালেহ প্রিন্স ইফতার মাহফিলে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন , বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ । দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় । দেশ , জাতি , গণতন্ত্র , জন অধিকার ও স্বাধীনতা সর্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি উদার ও মধ্যপন্থী একটি রাজনৈতিক দল । তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাষ্ট্রীয় সকল শক্তির মর্যাদা সুরক্ষিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । রাষ্ট্রীয় শক্তিকে দুর্বল , বিতর্কীত ও অসম্মানিত করা মনে রাষ্ট্রকে অসম্মানিত করা ।

তিনি বলেন , অপার সম্ভাবনাময় ধোবাউড়া উপজেলার সার্বিক উন্নয়নে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে তিনি কাজ করতে আগ্রহী । তিনি বলেন ময়মনসিংহ -১ নির্বাচনী এলাকার উন্নয়নে ধোবাউড়া ও হলুয়াঘাটকে তিনি সমান গুরত্ব দেবেন । আলোকিত ময়মনসিংহ- ১ গড়তে তিনি সকলের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন , জনগনের সমর্থন পেলে তিনি ধোবাউড়ার বেকার যুবকদের কর্মসংস্থান , গ্রামীণ জনগোষ্টির আর্থ সামাজিক উন্নয়ণ , সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ , যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণ , শিক্ষার প্রসার , ধর্মীয় ও স¤প্রদায়গত স¤প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার প্রদান করবেন ।

অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , সাবেক উপজেলা চেয়ারম্যন মফিজ উদ্দিন ,ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক ,বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাসুদ, ২৪ এর ছাত্র গণ অভুত্থানের শহীদ মাজেদুলের ভাই মাওলানা জালাল উদ্দিন, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সুলতান আহমেদ, মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার শিক্ষক মিরাজ উদ্দিন , জামাতে ইসলামী ধোবাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এরশাদুল হক , পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধোবাউড়া উপজেলা শাখার আহবায়ক ইয়াসিন আরাফাত তুষার , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , ফরহাদ রব্বানি সুমন , মাহবুবউল আলম বাবুল বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন , ধোবাউড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা.উৎপল দাসসহ বিএনপি,জমায়াত,গণ অধিকার পরিষদ , ব্যবসায়ী, বিভিন্ন সমতি ও সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।