ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)        দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স (জাতীয়)      

মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন প্রধান উপদেষ্টা

Logo Missing
প্রকাশিত: 11:30:51 am, 2025-03-24 |  দেখা হয়েছে: 18 বার।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫ মার্চ, মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন। এই অনুষ্ঠানে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে তাঁদের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হবে।

 

প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের শ্রেষ্ঠ কৃতিত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান জানাবেন। সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। খবরটি রোববার (২৩ মার্চ) তথ্য অধিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

 

এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাতজন বিশিষ্ট ব্যক্তি। তাঁরা হলেন—বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান (আজম খান, মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

এর আগে, ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছিল। এই পুরস্কার দেশের উন্নয়ন, সংস্কৃতি, সমাজসেবা, মুক্তিযুদ্ধ, এবং শিক্ষায় অসামান্য অবদানের জন্য দেওয়া হয়।

স্বাধীনতা পুরস্কারের এই সম্মাননা প্রাপ্তরা আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা ও সমাজে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁদের অবদানের মাধ্যমে তাঁরা দেশের উন্নয়ন এবং প্রগতির পথে অনুপ্রেরণা জুগিয়েছেন।