ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)        দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স (জাতীয়)      

ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব!

Logo Missing
প্রকাশিত: 07:42:04 pm, 2025-03-27 |  দেখা হয়েছে: 2 বার।

মেসার্স আকাশী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড হালুয়াঘাট সড়কে অবস্থিত ২০১৫ সালের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান গত এক যুুগধরে শত শতকোটি টাকার মালিক।

সাবেক প্রতিমন্ত্রী খালেদ বাবুর বদৌলতে কোটি কোটি টাকার মালিক  বনে গেছেন।ফ্যাসিস্ট আনিস খাদ্য বিভাগে এখনো বহাল তবিয়তে দাবরিয়ে ব্যবসা করছে। ডিসি ফুড /আর সি ফুড তাদের লাইসেন্স বাতিল এ কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অবৈধ পথে পুষ্টি লাইসেন্স করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং সেই সময়ে অন্য কদেরকেও লাইসেন্স করতে দেয়নি।

সাবেক প্রতিমন্ত্রীর কে এম খালেদ বাবু হাজার হাজার কোটি টাকা অবৈধ পথে উপার্জন করেছে বিলাস বহুল বাড়ি গাড়ির মালিক হয়েছেন,এমনকি দলীয় কোন্দলে নিজেকে জড়িয়ে বিভিন্ন সময়ে একাধিক হত্যা কান্ডের সাথে নিজেকে জড়ান ,সমান্য পুষ্টি ব্যবসার লোভ সামলাতে পারিনি,ক্ষমতার তাণ্ডব দেখিয়ে কাউকেই আর পুষ্টি লাইসেন্স করতে দেয়নি,জনস্রোতি আছে আনিস ও এই প্রতিমন্ত্রী পুষ্টি লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকা হাতিয়ে নিয়েছেন।


 এসব জেনেও খাদ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন টনক লড়েনী। অন্তবর্তী কালীন সরকার এর এক শ্রেনীর দুর্নীতিবাজ ব্যক্তিদের যুগ সাজুসে সেই আনিসুর রহমান পুষ্টি লাইসেন্স দাপটের সাথে ব্যবসা করছেন একই ব্যক্তির ময়মনসিংহ সদরের দুইটি পুষ্টি লাইসেন্স কিভাবে পেলেন এটি এখন জন জিজ্ঞাসা? তিনি একটি অটো রাইস মিলের ম্যানেজার থেকে এখন পাঁচ শত কোটি টাকার উপরে মালিক হয়েছেন,গোয়েন্দা বিভাগ এর সাথে এবং খাদ্য বিভাগের সাথে হঠাৎ করে পরিবহনসহ ভিন্ন সংস্থার সাথে লিয়াজু করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন,সে আওয়ামী লীগের ধূসর। এখন সময়ের সাথে তালমিলিয়ে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে একচেটিয়া জমজমাট ব্যবসা করছেন।খাদ্য মন্ত্রণালয় তার পুষ্টির লাইসেন্স বাতিলের কোন প্রকার উদ্যোগ গ্রহণ করছেনা।

তার সাথে জড়িয়ে আছে খাদ্য বিভাগের কিছু অসাধু চিহ্নিত কর্মকর্তা।তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা না নেওয়া হলে,খাদ্য বিভাগ ব্যবসায়ী ও জনমানুষের কাছে প্রশ্ন বিদ্ধ হচ্ছে।এই খাদ্য বিভাগে গোয়েন্দা নজরদারি চালালে থলের বিড়াল বেরিয়ে আসবে।উল্লেখ্য যে সংশ্লিষ্ট খাদ্য বিভাগে তথ্য থাকলেও তার কোন কার্যকারি ব্যবস্থা নিচ্ছেন না, তার রহস্য কি?

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!