ঢাকা   ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আনন্দ টেকসই অর্থবহ নির্বাচন দিয়েসরকার গঠন করতে হবে - প্রিন্স (ময়মনসিংহ)        ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)      

বিএনপি'র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান স্যারের প্রিন্স বলেছেন ,দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষে দেশে স্থিশীলতা , শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। নির্বাচনকে প্রলম্বিত  করার মাধ্যমে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।

Logo Missing
প্রকাশিত: 07:19:43 pm, 2025-03-22 |  দেখা হয়েছে: 2 বার।

 তিনি আজ বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হাজংপাড়া বাজারে ধোবাউড়া সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
আলোচনায় এমরান সালেহ প্রিন্স বলেন , আওয়ামী লীগ নির্বাচনকে প্রহসনে পরিণত করে জনগণের সাথে প্রতারণা করেছিল এবং অনির্বাচিত শাসনের মধ্য দিয়ে দেশকে গভীর সংকটে নিপতিত করেছিল । তিনি বলেন , বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই হবে সবচেয়ে বড় সংস্কার । তিনি বলেন , অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে । সেই সরকারের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের লক্ষ্যে বৃহত্তর সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন বিএনপি জনগণের দল । বিএনপির বিরুদ্ধে মহল বিশেষ অপপ্রচার করে জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে । তিনি বলেন , আওয়ামী লীগ বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই , বর্তমানেও শত ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ।
অনুষ্ঠানে এমরান স্যারের প্রিন্স জনসাধারণের প্রতি বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন , বিএনপি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে । জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে । ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল গনি । বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , আবদুল কুদ্দুস , মাহবুবউল আলম বাবুল , আবদুল মমিন শাহিন , জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার ,
উপজেলা কৃষক দলের আহবায়ক নয়ন মণ্ডল , জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফারুখ হোসাইন , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন ,ছাত্র দলের আহবায়ক জালাল উদ্দিন , সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ , ওলামা দলের সাধারণ সম্পাদক মওলানা হাবিবুর রহমান ,প্র্রমুখ বক্তব্য রাখেন 

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!