ঢাকা   ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আনন্দ টেকসই অর্থবহ নির্বাচন দিয়েসরকার গঠন করতে হবে - প্রিন্স (ময়মনসিংহ)        ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)      

আনন্দ টেকসই অর্থবহ নির্বাচন দিয়েসরকার গঠন করতে হবে - প্রিন্স

Logo Missing
প্রকাশিত: 11:00:58 am, 2025-04-04 |  দেখা হয়েছে: 6 বার।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , আওয়ামী ফ্যসিবাদের আমলে ঈদ ছিলো নিরানন্দ, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ জনগণের মাঝে আনন্দের সুবাতাস ছড়িয়ে দিয়েছে । এই আনন্দ টেকসই ও অর্থবহ করতে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার কায়েম ও তাদের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে ।

এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় ঈদ উল ফিতর উপলক্ষ্যে তার আয়োজিত ঈদ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন । ঈদ সংবর্ধনা অনুষ্ঠানে ধোবাউড়ার রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ , বীরমুক্তিযোদ্ধা , শিক্ষক ,সাংবাদিক , ব্যবসায়ী , ছাত্র গণ অভুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন । ধোবাউড়া সদরের ডাক বাংলো প্রাঙ্গণে সবুজ চত্তর আজ মিলন মেলায় পরিনত হয় । আগত ব্যক্তিগণ সারিবদ্ধভাবে এমরান সালেহ প্রিন্স এর সাথে ঈদের ঐতিহ্যগত প্রথা অনুযায়ী কলাকুলি করেন । এসময় “ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ “ গান পরিবেশিত হয় । ঐতিহ্যবাহী এই গানের মূর্ছনায় আগত অতিথিরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন । আগত অতিথিদেরকে গুড়ের পায়েসে, মুড়ি , জুস দিয়ে আপ্যায়ন করা হয় । বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ছয় শতাধিক মানুষ বিএনপির যুগ্ম মহাসচিবের এই ঈদ সংবর্ধনায় উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স আরও বলেন , বিএনপি অবশই রাষ্ট্র কাঠামোর সংস্কার চায় । নির্বাচনের আগে নির্বাচনকে নিরপেক্ষ , সুষ্ঠু করার লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে বাস্তবতার নিরিখে অতি প্র্যজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে , সম্ভব হলে তারও আগে নির্বাচন দিতে হবে । সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ বা বিলম্বিত হলে অনিশ্চয়তা দেখা দিতে পরে । তিনি বলেন সংস্কার ও নির্বাচন বিকল্প নয় । সংস্কার চলমান প্রক্রিয়া ।

তিনি বলেন , নির্বাচন প্রশ্নে সরকারের ধীর গতি , নিষ্কৃয়তা , মহল বিশেষের চাপে নতি স্বীকার করা, নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা , অবাস্তব ধ্যান ধারণা নিয়ে জনগণ হতাশ হয়ে পড়ছে । নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ , মহা বিপর্যয় ডেকে আনতে পরে । তিনি অবিলম্বে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সংস্কার ও নির্বাচন নিয়ে সু স্পষ্ট রোড ম্যাপ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান ।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জনগণ পক্ষপাতহীন আচরন প্রত্যাশা করে । জনগণের মধ্যে এই ধারণা সৃষ্টি হচ্ছে , নতুন কোনো দলকে সুযোগ দিতে সরকার সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করছে । সরকার দ্রুত নির্বাচন না দিয়ে নিরপেক্ষতা হারালে জনগণকে সাথে নিয়ে বিএনপি পথ খুজে নেবে ।

তিনি বলেন , যারা বলেন , নির্বাচনের সময় হয় নাই , তারা নির্বাচনী প্রচারোনায় নেমে পড়েছেন । যারা রাজনৈতিক নতুন বন্দোবস্তর কথা বলছেন , তারা নিজেরাই শত শত মোটর শোভাযাত্রা করে পুরানা বন্দোবস্ত নতুন করে ফিরিয়ে আনতে তৎপর । প্রকৃত পক্ষে নতুন- পুরাতন দুই একটি রাজনৈতিক দল জন সমর্থনহীন অবাস্তব কিছু ইস্যু বানিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে । তারা এই সুযোগে সরকারি অনুকূল্যে দল গঠণেরও সুযোগ নিচ্ছে । অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও কেউ কেউ যড়যন্ত্র করছে নির্বাচন পিছিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ও নতুন দলকে সুবিধা দিতে সহযোগিতা করার । তাদের উদ্দেশ্যে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , রাজনীতি করলে বর্ণচোরার মতো নয় , পদত্যাগ করে রাজনীতিতে শামিল হন । অযথা নবেল বিজয়ীর সরকারকে বিতর্কিত করবেন না । অন্তর্বর্তী সরকার বিতর্কিত হলে বা নিরপেক্ষতা হারালে তাদের অধীনে নির্বাচন করা রাজনৈতিক দলের পক্ষে অসম্ভব হয়ে উঠবে । অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন , এদের সর্ম্পকে সতর্ক না হলে এরা আপনাকে বিপদে ফেলবে এবং তাদের দায় দায়িত্ব আপনার ওপর গিয়ে পড়বে । ড. ইউনুসের প্রতি বিএনপির আস্থা এখনও আছে উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন , সরকারের উচিত হবে , তাদের নিরপেক্ষতা যে কোনোমূল্যে নিশ্চিত করে রাজনৈতিক দল ও জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখা এবং নতুন করে বিতর্ক সৃষ্ঠি না করে দ্রুত নির্বাচনের অয়োজন করা ।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যন আলহাজ্ব মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মনিক , যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন , ফরহাদ রব্বানি সুমন ,আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান ,আবুল হাশিম , আবদুল ওয়াহেদ তালুকদার , গাজিউর রহমান ,মাহবুবউল আলম বাবুল , আবদুল মোমেন শাহিন , চেয়ারম্যন হুমায়ূন কবীর , চেয়ারম্যন জাকিরুল ইসলাম তালুকদার টোটন প্র্রমুখ উপস্থিত ছিলেন ।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!