ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  জুলাই ঘোষণাপত্র দেওয়ার বাকি আর ২৬ কর্মদিবস: হাসনাত (জাতীয়)        ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু (জাতীয়)        গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কার করল ভারত (জাতীয়)        'জনতার মেয়রকে পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা' (জাতীয়)        অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চট্টগ্রাম বন্দর একমাত্র ভরসা: প্রধান উপদেষ্টা (জাতীয়)        যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ-দিল্লি (আন্তর্জাতিক)        সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ (জাতীয়)        বিএনপি ক্ষমতায় যেতে পারলে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর খোলা হবে - প্রিন্স (ময়মনসিংহ)        শশ্মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচি, ইউএনও’র বহাল রাখার দাবি (জাতীয়)        আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ (জাতীয়)      

৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন

Logo Missing
প্রকাশিত: 11:51:00 am, 2025-04-02 |  দেখা হয়েছে: 180 বার।

শামসুল আলম খান :

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উদযাপন। তবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ঈদের এই আনন্দ অনেক সময় সীমিত থেকে যায়। এই বাস্তবতাকে বদলে দিতে ঈশ্বরগঞ্জ উপজেলা ইউএনও মো. এরশাদুল আহমেদ'র উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

ঈদের দিন দুপুরে ঈশ্বরগঞ্জ এর বাইতুল কুরআন মাদ্রাসায় আয়োজিত এই অনুষ্ঠানে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, এতিম, পথশিশু, প্রতিবন্ধী, দরিদ্র ও সমাজের অবহেলিত মানুষদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নিজ হাতে অতিথিদের আপ্যায়ন করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আন্তরিকভাবে সবার পাশে থাকেন।

খাবার পরিবেশনের পর সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে নগদ অর্থ ও ঈদ উপহার ( লুঙ্গি, পাঞ্জাবি ইত্যাদি) বিতরণ করা হয়, যা তাদের ঈদ আনন্দকে আরও পূর্ণতা দেয়। উপহার পেয়ে শিশু-কিশোরদের মুখে হাসি ফুটে ওঠে, আর প্রবীণরা এমন মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগ প্রশংসিত হয় উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের কাছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাবে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!