ঢাকা   সোমবার ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  জুলাই ঘোষণাপত্র দেওয়ার বাকি আর ২৬ কর্মদিবস: হাসনাত (জাতীয়)        ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু (জাতীয়)        গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কার করল ভারত (জাতীয়)        'জনতার মেয়রকে পদে বসাতে রাস্তায় নেমেছে জনতা' (জাতীয়)        অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে চট্টগ্রাম বন্দর একমাত্র ভরসা: প্রধান উপদেষ্টা (জাতীয়)        যুদ্ধবিরতিতে সম্মত ইসলামাবাদ-দিল্লি (আন্তর্জাতিক)        সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা হচ্ছে : আসিফ মাহমুদ (জাতীয়)        বিএনপি ক্ষমতায় যেতে পারলে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর খোলা হবে - প্রিন্স (ময়মনসিংহ)        শশ্মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচি, ইউএনও’র বহাল রাখার দাবি (জাতীয়)        আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ (জাতীয়)      

খেলোয়াড় গন দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে- স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহেদী

Logo Missing
প্রকাশিত: 07:32:50 am, 2025-05-03 |  দেখা হয়েছে: 6 বার।

দেশের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২ মে) বিকেলে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছায় সম্পন্ন হয়েছে।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত বার্ষিক এই প্রতিযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোস্তফা জামান, যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, যুব উন্নয়নের উপপরিচালক মোঃ হারুনুর রশিদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন।

দেশের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা কলেজের ১৮টি ইভেন্টে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ১২০ জন প্রতিযোগী অংশ নেন।

 

এর আগে শুক্রবার সকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, এলজিইডি ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা করেন। এতে এলজিইডি প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়া সারসহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!