ঢাকা   রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আনন্দ টেকসই অর্থবহ নির্বাচন দিয়েসরকার গঠন করতে হবে - প্রিন্স (ময়মনসিংহ)        ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)      
  আনন্দ টেকসই অর্থবহ নির্বাচন দিয়েসরকার গঠন করতে হবে - প্রিন্স (ময়মনসিংহ)        ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)      

অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ

Logo Missing
প্রকাশিত: 10:16:48 pm, 2025-03-26 |  দেখা হয়েছে: 1 বার।

ময়মনসিংহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

জেলা সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের অষ্টধার বাড়ইপাড়া গ্রামে উক্ত ঘটনায় বসত ভিটামাটি হারিয়ে সুবিচারের আশায় আদালতের দ্বারে-দ্বারে ঘুরছেন সংখ্যালঘু হিমাংশু বন্দের পরিবার অপরদিকে স্থানীয় প্রভাবশালী মোঃ মাসুদ পারভেজ গংদের ক্ষমতার উৎস নিয়েও চলছে সমালোচনা। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার দুঃশাহস মাসুদ পারভেজ কোথায় পেলো এনিয়েও বিভিন্ন মহলে তীব্র সমালোচনার দেখা দিয়েছে। বিষয়টি মহামান্য আদালত আমলে নিয়ে নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে আরো জোড়ালোভাবে আইনানুগ নিবেন এমনটা আশা করছেন অষ্টাধর ইউনিয়নের সর্বস্তরের জনতা।

ভুক্তভোগী হিমাংশু বন্দের অভিযোগে জানা যায়- পৈতৃক সুত্রে পাওয়া অষ্টধার মৌজার সাবেক দাগ - ৩৮০ হালদাগ ৬৫৩ মোট ১৬ শতাংশ ভূমিতে বসতঘর নির্মাণ করে প্রায় বিশ বছরের উর্ধ্বকাল হতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে করছেন তিনি।

উক্ত ভূমির উত্তর পাশে মোঃ মাসুদ পারভেজের ক্রয়সূত্র ৩২ শতাংশ ভূমিতে স্থাপনা নির্মাণ করা অবস্থায় জমি মাপঝোঁক করার অজুহাতে পারভেজের মেয়ের জামাই অষ্টধার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাহিদ হাসান মেয়ে (নাহিদের স্ত্রী) সহ স্থানীয় প্রভাবশালী ভাড়াটে লোকজন নিয়ে স্থানীয় সার্ভেয়ার (আমিন) এনে মাপঝোঁক দিয়ে হিমাংশুর দখলীয় বসতবাড়ী ককত অংশ সহ মাটি কেটে ও দখল করার সময় হিমাংশু বাঁধাদিলে তাকে মারধ করার অভিযোগ উঠেছে মাসুদ পারভেজের বিরোদ্ধে ।

উপায়ন্ত না দেখে হিমাংশু ময়মনসিংহ বিজ্ঞ আমলী আদালতে মাসুদ পারভেজকে বিবাদী করে একটি সি আর মামলা দায়ের করেন যাহার নং- ৫০৬/ ২০২৫।
উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত নালিশী ভূমির উপর ফৌজদারি কাঃ বিঃ ১৪৪ ধার জারি করলে ২০ মার্চ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই মোহাম্মদ নূরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষেকে অবগত পূর্বক ১৪৪ ধারার আদেশের ফটোকপি প্রদশর্ন ও প্রদান করনে।

উল্লেখ যে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার আধাঘন্টার মধ্যে পারভেজ তার মেয়ের জামাতা নাহিদ, নাহিদের স্ত্রী সহ অজ্ঞাতনামা ৪ /৫ জন অনধিকার বসত হিমাংশুর বাসত বাড়িতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে আদালত কর্তৃক ১৪৪ ধারা অমান্য করে হিমাংশু ও তার পরিবারে সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি ঢিল ছুড়তে থাক এসময় হিমাংশুর ও তার স্ত্রীকে মারধর ও লাঞ্ছিত করা অভিযোগ উঠেছে।
এসময় হিমাংশুকে দেশত্যাগ করার হুমকি দেন পারবেজ আরো হমকীদেন যদি দেশত্যাগ করিস তবে তোদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়া হবে এবং তোদের খুন করা হবে।

হিমাংশু এই প্রতিবেদককে জানান- বর্তমানে তিনি এসব প্রভাবশালীদের ভয়ে পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভূগছেন। তিনি রাষ্ট্রের কাছে তার পৈতৃক সম্পদ বসতভিটা রক্ষা ও পরিবারের নিরাপত্তার দবি জানিয়েছেন। এদিকে মাসুদ পারভেজের সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য জানা যায়নি।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!