ঢাকা   রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার (জাতীয়)        হাসান আরিফের প্রথম জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা (জাতীয়)        বিজয় দিবসে লাল-সবুজ জার্সিতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মিলনমেলা (জাতীয়)        মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা (জাতীয়)        জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন সম্পাদক শামসুল আলম খান (ময়মনসিংহ)        জাতি চিরদিন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে --বিভাগীয় কমিশনার (জাতীয়)        এবারও বিজয় দিবসে ফ্যাসিস্ট রাই ক্রোড়পত্র পেলেন , নতুন বাংলাদেশের সফলতা না ব্যর্থতা এ দায় কার? মাননীয় তথ্য উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখবেন কি? (জাতীয়)        ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার কাজ (ময়মনসিংহ)        রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা (জাতীয়)        আওয়ামী লীগের কর্মসূচি, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত : উপদেষ্টা আসিফ মাহমুদ (জাতীয়)      

মালয়েশিয়ায় যেতে না পারাদের টাকা ফেরতের নির্দেশ

Logo Missing
প্রকাশিত: 06:58:51 pm, 2024-07-04 |  দেখা হয়েছে: 7 বার।

 

অনলাইন ডেস্ক : বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, গতকাল (বুধবার) আমরা বায়রার (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি) সঙ্গে বসেছিলাম। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যেন, যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। তারা (বায়রা) ১৫ দিন সময় চেয়েছে। আমরা বলেছি, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুর রহমান বলেন, ১৫ দিন দেখি কতজনের টাকা উদ্ধার হয়। উদ্ধার না হলে আমরা ব্যবস্থা নেব। আমাদের উদ্দেশ্য যারা যেতে পারেননি তারা যেন টাকাটা ফেরত পায়। কতজন যেতে পারেনি সেটা বড় কথা নয়, এখন টাকা ফেরত পাওয়াটা বড় বিষয়। বায়রা ও রিক্রুটিং এজেন্সি বুঝতে পারছে তারা এবার ছাড় পাবে না। টাকা পেতে কর্মীদের রিক্রুটিং এজেন্সিকে প্রমাণ দিতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কমবেশি সবাই দায়ী। ১০০ রিক্রুটিং এজেন্সির দায় আছে। প্রায় ২ হাজার ২৫ জন অভিযোগ করেছেন। ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। ৫ লাখ ৩২ হাজার ১৬২ কোটা মধ্যে ৪ লাখ ৭৬ হাজার চলে গেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ জন বিএমইটির ছাড়পত্র পেয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।