সর্বশেষ সংবাদ
ফুলবাড়িয়া সংবাদদাতা : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বেচ্ছাসেবকলীগ কর্মী আক্তার উল আলম সরকার শুভ হত্যা মামলার ৬ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। জানা গেছে, উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিন শেষে আসামিরা বৃহস্পতিবার (৪জুলাই)। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলো, জয়নাল আবেদীন, আরিফ, ফারুক হোসেন, মাহির মিশু, সাদ্দাম হোসেন, শাহজাহান।
গত ১৩ মে রাতে উপজেলার দেওখোলা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুর রহমান রবি, তার শ্যালক আক্তার উল আলম সরকার শুভসহ পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হয়। পরে আহত আক্তার উল আলম সরকার শুভর অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এনামুর রহমান রবির ভাই মো. হাদি বাদী হয়ে জয়নাল আবেদিনসহ ১৭ জনকে আসামি করে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেন।