ঢাকা   রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার (জাতীয়)        হাসান আরিফের প্রথম জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা (জাতীয়)        বিজয় দিবসে লাল-সবুজ জার্সিতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মিলনমেলা (জাতীয়)        মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা (জাতীয়)        জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন সম্পাদক শামসুল আলম খান (ময়মনসিংহ)        জাতি চিরদিন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে --বিভাগীয় কমিশনার (জাতীয়)        এবারও বিজয় দিবসে ফ্যাসিস্ট রাই ক্রোড়পত্র পেলেন , নতুন বাংলাদেশের সফলতা না ব্যর্থতা এ দায় কার? মাননীয় তথ্য উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখবেন কি? (জাতীয়)        ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার কাজ (ময়মনসিংহ)        রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা (জাতীয়)        আওয়ামী লীগের কর্মসূচি, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত : উপদেষ্টা আসিফ মাহমুদ (জাতীয়)      

নতুন বাংলাদেশ গঠনে কাজ করছেন তারেক রহমান: ওয়াহাব আকন্দ

Logo Missing
প্রকাশিত: 01:19:41 am, 2024-12-14 |  দেখা হয়েছে: 7 বার।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
রাষ্ট্র মেরামতের মাধ‍্যমে নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ‍্যাসিস্ট শেখ হাসিনা। আগামীদিনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে মানুষের কল‍্যাণে কাজ করবে বিএনপি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওয়াহাব আকন্দ আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিগত ফ‍্যাসিস্ট সরকারের অবৈধ অস্ত্রধারীদের হামলায় শহীদ হয়েছে শিক্ষার্থী সাগর। অবিলম্বে শহীদ সাগর হত‍্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে বিগত সময়ে যারা মানুষের সম্পদ জবরদখল করে বিত্তবান হয়েছে। তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

ময়মনসিংহ নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করে বিএনপি নেতা তিতুমীর সরকার। এতে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায় ও দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনুর, নজরুল ইসলাম ভূইয়া, আব্দুর রব আকন্দ রতন, সৈয়দ শরীফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল প্রমূখ।

এদিকে বিএনপির এই সমাবেশকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ‍্যে। এ সময় তারা দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!