সর্বশেষ সংবাদ
মোঃ শামসুল আলম খান :
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল দশটায় জিয়া ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ উদ্বোধন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠে জিয়া ক্রিকেট টুর্ণামেন্ট ময়মনসিংহ বিভাগীয় পরিচালনা কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ক্রীড়া সংগঠক এ কে এম মাহবুবুল আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভাগীয় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।
এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এম এ হান্নান ও শামীম আজাদ, স্বেচ্ছাসেবকদলের দক্ষিণ জেলা আহ্বায়ক শহিদুল আমিন খসরু, সদস্য সচিব সোহেল খান, মহানগর আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সল, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম বাবু, টুর্ণামেন্ট সদস্য সচিব দেবব্রত পাল দেবু, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ ক্রীড়া সংগঠক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।