ঢাকা   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার (জাতীয়)        হাসান আরিফের প্রথম জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা (জাতীয়)        বিজয় দিবসে লাল-সবুজ জার্সিতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মিলনমেলা (জাতীয়)        মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা (জাতীয়)        জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন সম্পাদক শামসুল আলম খান (ময়মনসিংহ)        জাতি চিরদিন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে --বিভাগীয় কমিশনার (জাতীয়)        এবারও বিজয় দিবসে ফ্যাসিস্ট রাই ক্রোড়পত্র পেলেন , নতুন বাংলাদেশের সফলতা না ব্যর্থতা এ দায় কার? মাননীয় তথ্য উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখবেন কি? (জাতীয়)        ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার কাজ (ময়মনসিংহ)        রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা (জাতীয়)        আওয়ামী লীগের কর্মসূচি, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত : উপদেষ্টা আসিফ মাহমুদ (জাতীয়)      

নালিতাবাড়ীতে নিম্নাঞ্চলের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি

Logo Missing
প্রকাশিত: 07:37:37 pm, 2024-07-04 |  দেখা হয়েছে: 15 বার।

 

শেরপুর সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রােতা ভোগাই ও চেল্লাখালী নদীর পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে। বুধবার সকালে ভোগাই নদীর ৮৬ সেন্টিমিটার ও চেল্লাখালী নদীর ৬১ সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আলমগীর হোসেন ও মানিক মিয়া। এদিকে, পাহাড়ি ঢলের পানি কমলেও নদীর বেরিবাঁধ ভেঙ্গে পানি ঢুকে নিম্নাঞ্চলের ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ছে।

সুত্র জানায়, ভোগাই নদীর গড়কান্দা মহল্লার নতুন বাসস্ট্যান্ড, খালভাঙ্গা, পালপাড়া, নিজপাড়া ও চেল্লাখালী নদীর সন্ন্যাসীভীটা এবং গোল্লারপাড় এলাকায় নদীতীর উচপে বেরিবাঁধ ভেঙ্গে বাঘবেড়, কলসপাড়, নালিতাবাড়ী, যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নের কমপক্ষে ১৫ টি গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওইসব পরিবার। অপরদিকে, গত তিন দিনের পাহাড়ি ঢলে সৃষ্ট বানের পানিতে উপজেলার ২০ হেক্টর জমির আমন বীজতলা নিমজ্জিত হয়েছে। একইসাথে ১০ হেক্টর জমির সবজি খেত ক্ষতিগ্রস্থ হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, আমরা ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরি করে উধর্তন কতৃর্পক্ষের কাছে প্রেরন করেছি। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে কম ক্ষতি হবে। তিনি আরো বলেন, পরবর্তী সরকারি নির্দেশনা মতো উপজেলার কৃষকদের সহযোগিতা করা হবে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, ভোগাই ও চেল্লাখালী নদীর পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে। আমরা উপজেলা প্রশাসনের একটি টিম বন্যার্তদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!