সর্বশেষ সংবাদ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে নব জাগরণ আখ্যা দিয়ে
অভিনন্দন জানিয়েছেন গফরগাঁও পৌর বিএনপি ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে শুভেচ্ছা জ্ঞাপন করে এক
আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় ।
গত ৪ নভেম্বর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে
আহবায়ক হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু,যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়ে
পৌর বিএনপির সাবেক সদস্য জয়নাল আবেদীন চাঁনু,মাহবুবুল আলম জুয়েল এর নেতৃত্বে আনন্দ মিছিলটি থানার মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁনু, মাহবুবুল আলম জুয়েল,
উপজেলা জাসাস এর আহবায়ক মতিউর রহমান মতি, জেলা যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর আলাউদ্দিন সুলতান,পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার পারভেজ আকন্দ সুমন ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ।
বক্তারা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে নবজাগরণ আখ্যা দিয়ে জুলাই অভ্যুথ্বানের চেতনা ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।