সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক :
ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক, জাতীয় দৈনিক সন্ধ্যানী বার্তা (ঢাকা) প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল আলম খান। মঙ্গলবার বিকেলে এক বার্তায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দনের খবর জানান। তিনি বলেন, ‘খ্রিষ্টীয় এ নববর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহসহ দেশ বিদেশের অবস্থানরত সকলকের জীবনে খ্রিষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এ নববর্ষ। রাষ্ট্র ও সমাজ গঠনে, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করতে হবে। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করবো, যেখানে প্রত্যেক নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ থাক স্বাধীন।“নতুন বছরের আগমনে আমি- দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকায় নিয়োজিত সাংবাদিক, পাঠক,হকার, শুভানুধ্যায়ী বিভিন্ন পদ পদবিতে নিয়োজিত কর্মকর্তা, দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, “২০২৪’ খ্রি: হারানো সৃতি মাথায় রেখে “২০২৫’ খ্রি: আমাদের সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির বছর বয়ে আনবে। আমরা একসাথে মিলেমিশে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করব এবং আমারা দেশবাসীর পাশে থেকে উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে যাব।আসুন, আমরা সবাই একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং মানবিক মূল্যবোধের দিকে নজর রেখে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলি।