ঢাকা   ০৪ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন এডিএম (জাতীয়)        ময়মনসিংহে কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা- বিভাগীয় কমিশনার মোখতার (জাতীয়)        গণভবন ছেড়ে পালানোর ঘটনা পাঠ্যবইয়ে (জাতীয়)        তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না: নৌ উপদেষ্টা (জাতীয়)        হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত (জাতীয়)        ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক শামসুল আলম খান (জাতীয়)        পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করা হবে: প্রধান উপদেষ্টা (জাতীয়)        ধর্মীয় জনসংখ্যার তথ্য: বাংলাদেশে মুসলমানরা বিপুল সংখ্যাগরিষ্ঠ (ময়মনসিংহ)        ড্রেজার মেশিনে নদীর বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ (ময়মনসিংহ)        চারদিনের খোঁজ নেই স্কুলছাত্রীর, পরিবারের অভিযোগ অপহরণ (ময়মনসিংহ)      

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক শামসুল আলম খান

Logo Missing
প্রকাশিত: 11:44:01 pm, 2024-12-31 |  দেখা হয়েছে: 2 বার।

নিজস্ব প্রতিবেদক :

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক, জাতীয় দৈনিক সন্ধ্যানী বার্তা (ঢাকা) প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল আলম খান। মঙ্গলবার বিকেলে এক বার্তায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দনের খবর জানান। তিনি বলেন, ‘খ্রিষ্টীয় এ নববর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহসহ দেশ বিদেশের অবস্থানরত সকলকের জীবনে খ্রিষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এ নববর্ষ। রাষ্ট্র ও সমাজ গঠনে, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করতে হবে। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করবো, যেখানে প্রত্যেক নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ থাক স্বাধীন।“নতুন বছরের আগমনে আমি- দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকায় নিয়োজিত সাংবাদিক, পাঠক,হকার, শুভানুধ্যায়ী বিভিন্ন পদ পদবিতে নিয়োজিত কর্মকর্তা, দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, “২০২৪’ খ্রি: হারানো সৃতি মাথায় রেখে “২০২৫’ খ্রি: আমাদের সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির বছর বয়ে আনবে। আমরা একসাথে মিলেমিশে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করব এবং আমারা দেশবাসীর পাশে থেকে উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে যাব।আসুন, আমরা সবাই একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং মানবিক মূল্যবোধের দিকে নজর রেখে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলি।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!