সর্বশেষ সংবাদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহবুবা ফারজানা। বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাহবুবা ফারজানাকে সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে মাহবুবা ফারজানা অতিরিক্ত সচিব পদ মর্যাদায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন মাহবুবা ফারজানা। জন্মস্থান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১২নং স্বদেশী ইউনিয়নের স্বদেশী গ্রামের পঞ্চায়েত বাড়ি। পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-পরিচালক মরহুম মো: শামসুল ইসলাম সিদ্দিকীর মেয়ে এবং মরহুম নবী হোসেন সিদ্দিকীর নাতনি তিনি। তিনি উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হন। সেখান থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। তার স্বামী অধ্যাপক ড. নাজমুল আমীন বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য, পাশাপাশি লেখক, গবেষক ও সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত ৪ সদস্যের অন্যতম সদস্য। তিনি এক পুত্র সন্তানের জননী।
বেগম মাহবুবা ফারজানা তথ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।