চারদিনের খোঁজ নেই স্কুলছাত্রীর, পরিবারের অভিযোগ অপহরণ
প্রকাশিত: 08:21:38 pm, 2024-12-25 |
দেখা হয়েছে: 1 বার।
ময়মনসিংহ নগরীর রেলওয়ে স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে (২৩ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন মা।
নিখোঁজ ছাত্রীর নাম মোছাঃ আরফিন আক্তার জুঁই (১৩)। তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরনিখলা এলাকার মোছাঃ সালমা আক্তার সোনিয়ার মেয়ে। অভিযোগ সূত্রে জানা যায়, সাত মাস আগে বাবার অসুস্থতার কারণে স্ব-পরিবারে ময়মনসিংহ থেকে নিজ গ্রাম (ঈশ্বরগঞ্জ) চলে আসেন নিখোঁজ ছাত্রী ও তার পরিবার। এরপর গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে ঈশ্বরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের চরনিখলা খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তরা অটোরিক্সায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
অভিযুক্তরা হলেন, ঈশ্বরগঞ্জের একই এলাকার প্রয়াত নবী হোসেনের ছেলে মোঃ কাউসার মিয়া (২০), মোঃ খোকন মিয়ার স্ত্রী মোছাঃ মনি আক্তার (৩২) ও প্রয়াত নবী হোসেনের স্ত্রী মোছাঃ জমিলা খাতুন (৫৫)সহ অজ্ঞাতনামা দুই থেকে তিন জন।
বরকত উল্লাহ নামে স্থানীয় এক যুবক জানান, নিখোঁজ মেয়েটির বয়স মাত্র ১২ থেকে ১৩ বছর। এ ঘটনায় অভিযুক্ত যুবক (মোঃ কাউসার মিয়া) এর আগেও এমন ভাবে নান্দাইল থেকে এক মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। পরে থানা পুলিশ দৌড়াদৌড়ি করে সমাধান হয়। কাউসার মিয়ার বড় ভাবি এই ঘটনার সঙ্গে জড়িত। তারা এখন বিভিন্ন ভাবে ছাত্রীর পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। তাকে কিডনাপ করা হয়েছে এবং মুক্তিপন দাবী করে আজ সকালে আরো হুমকি দেয় আইনের আশ্রয় নিলে তার লাশ পাঠানো হবে। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এবং নিখোঁজ ছাত্রীকে দ্রুত খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
শাহেদ আলী নামে আরেক স্থানীয় এক ব্যক্তি জানান, এই ছেলে ভালো না। এমন ঘটনা এর আগেও একবার হয়েছিল। নিখোঁজ ছাত্রীর মা মোছাঃ সালমা আক্তার সোনিয়া কান্না বিজড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান, আমার মেয়ে শিশু এবং অবুঝ। কাউসার ও তার পরিবার যে ঘটনা ঘটিয়েছে আমি প্রশাসনের কাছে জোরালোভাবে আবেদন জানাচ্ছি দ্রুত আমার মেয়েকে যাতে আমার বুকে ফিরিয়ে দেয়। ৩দিন যাবৎ আমি এক সেকেন্ডের জন্যেও শান্তি পাইনি। আমার একটি মাত্র সন্তান।
তবে যোগাযোগ করা হলেও অভিযুক্তদের সাড়া মেলেনি। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ও অভিযোগের তদন্ত কর্মকর্তা কমল সরকার বলেন, এ ব্যাপারে আমাদের কাছে একটি অভিযোগ রয়েছে। একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা থানায় ডেকে এনেছি, ওনি এই বিষয়টার সঙ্গে জড়িত। খোঁজাখুঁজি চলতেছে, ছাত্রী এখনো উদ্ধার হয়নি,তবে উদ্ধারের চেষ্টা চলছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, এটি প্রেম সংগঠিত একটি ঘটনা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।