ঢাকা   ০৪ জানুয়ারী ২০২৫ | ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন এডিএম (জাতীয়)        ময়মনসিংহে কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা- বিভাগীয় কমিশনার মোখতার (জাতীয়)        গণভবন ছেড়ে পালানোর ঘটনা পাঠ্যবইয়ে (জাতীয়)        তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না: নৌ উপদেষ্টা (জাতীয়)        হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত (জাতীয়)        ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক শামসুল আলম খান (জাতীয়)        পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করা হবে: প্রধান উপদেষ্টা (জাতীয়)        ধর্মীয় জনসংখ্যার তথ্য: বাংলাদেশে মুসলমানরা বিপুল সংখ্যাগরিষ্ঠ (ময়মনসিংহ)        ড্রেজার মেশিনে নদীর বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ (ময়মনসিংহ)        চারদিনের খোঁজ নেই স্কুলছাত্রীর, পরিবারের অভিযোগ অপহরণ (ময়মনসিংহ)      

ধর্মীয় জনসংখ্যার তথ্য: বাংলাদেশে মুসলমানরা বিপুল সংখ্যাগরিষ্ঠ

Logo Missing
প্রকাশিত: 11:48:35 am, 2024-12-26 |  দেখা হয়েছে: 3 বার।

বাংলাদেশের ৯৮ ভাগ মানুষ মুসলমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-উপজাতি-নাস্তিক-ইহুদী সব মিলে ২ ভাগ বলে জানিয়েছে বিশ্ব জরিপ সংস্থা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশ্ব জরিপ সংস্থার প্রাথমিক হিসাবে বর্তমানে দেশের জনসংখ্যা ৪০ কোটির বেশি। বাংলাদেশের দ্বীন ও ধর্মভিত্তিক জনসংখ্যার নতুন এই হিসাবে দেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ৬০ লাখ, ইহুদীর সংখ্যা ১৭২ জন উল্লেখ করে ৬৪ জেলার প্রথমিক পরিসংখ্যান যাচাই-বাছাই শেষে এমন তথ্য গণমাধ্যমে পাঠিয়েছে সংস্থাটি।

বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল বলেন, নব্বই দশকের পূর্ব পর্যন্ত কেউ কেউ জনসংখ্যাকে সমস্যা হিসেবে চিত্রায়িত করলেও বিশ্ব এখন জনসংখ্যাকে সম্পদ ও সম্ভাবনা হিসেবে দেখছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দেশে জনসংখ্যার হার নিম্নগতি থাকলেও বিশ্বব্যাপী মুসলমানদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে এই বৃদ্ধির হার আরো বেশি। কারণ বাংলাদেশে জ্যামিতিক হারে জনসংখ্যা বাড়ছে। দেশের জন্য এটি খুবই ইতিবাচক। দেশে একসময় মুসলমান ও অন্য ধর্মালম্বীদের অনুপাত ৯০ঃ১০ থাকলেও সেটা বেড়ে এখন ৯৮ঃ২ এ চলে এসেছে। আগামী দশ বছরের মধ্যে এই সংখ্যা ৯৯ঃ১ এ পৌঁছাবে। এছাড়াও সার্বিকভাবে সমগ্র বিশ্বে মুসলমানদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২০২৪ বিশ্ব জরিপ সংস্থা এক সংবাদ বিবৃতিতে জানিয়েছিল যে, বাংলাদেশের জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!