ঢাকা   রবিবার ০৫ জানুয়ারী ২০২৫ | ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ে তুমুল যুদ্ধ: অবশেষে সংস্কারের আশ্বাস দিলেন এডিএম (জাতীয়)        ময়মনসিংহে কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা- বিভাগীয় কমিশনার মোখতার (জাতীয়)        গণভবন ছেড়ে পালানোর ঘটনা পাঠ্যবইয়ে (জাতীয়)        তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না: নৌ উপদেষ্টা (জাতীয়)        হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত (জাতীয়)        ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক শামসুল আলম খান (জাতীয়)        পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করা হবে: প্রধান উপদেষ্টা (জাতীয়)        ধর্মীয় জনসংখ্যার তথ্য: বাংলাদেশে মুসলমানরা বিপুল সংখ্যাগরিষ্ঠ (ময়মনসিংহ)        ড্রেজার মেশিনে নদীর বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ (ময়মনসিংহ)        চারদিনের খোঁজ নেই স্কুলছাত্রীর, পরিবারের অভিযোগ অপহরণ (ময়মনসিংহ)      

ময়মনসিংহে কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা- বিভাগীয় কমিশনার মোখতার

Logo Missing
প্রকাশিত: 06:19:03 pm, 2025-01-03 |  দেখা হয়েছে: 3 বার।

মোঃ শামসুল আলম খান :

ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবসে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' এই প্রতিপাদ্যে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। সমাজের বঞ্চিত মানুষের অবস্থা, দুর্দশা ও হতাশার চিত্র সবপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যে এ দিবসের আয়োজন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলার সার্কিট হাউস জিমনেশিয়াম প্রাঙ্গন থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১ম পর্বে উদ্বোধনী র‌্যালি এবং ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে ওয়াকাথনের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী এবং এ সভা পরিচালনা করেন জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মিলনায়তনে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, আমরা সমাজসেবা দিবস একটি দিনে পালন করছি, কিন্তু সারা বছর ধরে এই সমাজসেবার কার্যক্রম চলে। কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে সমাজসেবার কাজ পরিচালিত হয়। সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা, যেখানে রাষ্ট্র সমাজ বঞ্চিত এবং অসহায় যারা আছে, তাদের পাশে দাঁড়াবে। অনুষ্ঠানের ২য় পর্বে মুক্ত আড্ডা পরিচালনা এবং সমাপনী করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম । আড্ডা সূচনায় ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং আড্ডা সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আমরা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছি প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব আমানত হিসাবে এবং জবাবদিহিতার সাথে পালন করি, তাহলে সে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে।
আড্ডায় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জুলাইকন্যা, ছাত্র-ছাত্রী, জনতা, প্রবীণগন এবং গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান শেষে প্রবীণ, জুলাইকন্যা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!