ঢাকা   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ইজরাইল বিরোধী বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ময়মনসিংহ (ময়মনসিংহ)        ভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, ২০ সেকেন্ডে কমল ২০ লাখ কোটি রুপির মূলধন (জাতীয়)        https://dailyazkermymensingh.com/home/single?id=1324 (জাতীয়)        গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ (জাতীয়)        হোসেনপুরে জায়গা নিয়ে সংঘর্ষ (ময়মনসিংহ)        ছেলের নির্যাতনে বাড়িছাড়া, স্বামীর বসতভিটা ফিরে পেতে চায় ফুলবাড়িয়ার বৃদ্ধা আনোয়ারা বেগমের (ময়মনসিংহ)        ছেলের নির্যাতনে বাড়িছাড়া, স্বামীর বসতভিটা ফিরে পেতে চায় ফুলবাড়িয়ার বৃদ্ধা আনোয়ারা বেগমের (ময়মনসিংহ)        আনন্দ টেকসই অর্থবহ নির্বাচন দিয়েসরকার গঠন করতে হবে - প্রিন্স (ময়মনসিংহ)        ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)      

ছেলের নির্যাতনে বাড়িছাড়া, স্বামীর বসতভিটা ফিরে পেতে চায় ফুলবাড়িয়ার বৃদ্ধা আনোয়ারা বেগমের

Logo Missing
প্রকাশিত: 03:07:53 pm, 2025-04-06 |  দেখা হয়েছে: 12 বার।

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বরুকা গ্রামে বরুকা নয়াপাড়া মৃত জামাল উদ্দীনের স্ত্রী ৭০ বচর বয়সীএক বৃদ্ধাকে নির্যাতন করে বাড়ি করে বের দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত বৃদ্ধার ছেলের নাম রফিকুল ইসলাম রফিক । তিনি বরুকা নয়াপাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ওই বৃদ্ধা ফুলবাড়িয়া উপজেলার ইউনিয়নের বরুকা গ্রামে বরুকা নয়াপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন এর সহধর্মিণী। রফিক নামে এক ছেলে ও নামে ---মেয়ে সন্তানও আছে।

সুত্র মতে-বরুকা গ্রামে বরুকা নয়াপাড়া মৃত জামাল উদ্দিন স্ত্রী আনোয়ার বেগম ৭০ বছর বয়সে তার স্বামীর বসত ভিটা ঘড় থেকে তাকে তাড়িয়ে দেয় তার ছোট ছেলে রফিক, রফিক দাবি করে যে তার বাবার কাছে তার উওরাদিকারী জমি থেকে তার মা কে তাড়িয়ে দেয়া হয়েছে।এমতো অবস্থায় বৃদ্ধ মা আনোয়ার বেগম ০৫ এপ্রিল- শনিবার দুপুর ১ ঘটিকার সময় বাড়ির পূর্ব পাশে থাকার মতো একটি ঘড় নিমার্ণ করতে চেষ্টা করলে ছেলে রফিক ফুলবাড়িয়া থানা থেকে ২ জন পুলিশ নিয়ে আসে। ফুলবাড়িয়া থানার এএসআই মো: মনিরুল ইসলাম ঘটনাস্থলে তাকে ঘর নির্মাণে বাধা দেয়। তবে বৃদ্ধা বিধবা আনোয়ার বেগম তার স্বামী বসত ভিটা ছেড়ে যেতে না চাইলেও তাকে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তিনি এখন দেশ বাসির কাছে ন্যায় বিচার চেয়ে জানান-আমার থাকা মতো কোন জায়গা নেই আমি এখন কোথায় যাবো কি করবো এমন প্রশ্ন তুলেছপন দেশবাসীর কাছে।

অভিযোগে আরো জানা গেছে-স্বামীর বাড়িতে থাকতেন বৃদ্ধা আনোয়ারা বেগম। সুখেই ছিলেন তিনি। হঠাৎ ছোট সন্তান অর্থলোভী হয়ে ওঠেন।পিতার নামীয় সম্পত্তির ওপর নজর পড়ে তাঁর। নিজ নামে লিখে নিতে মায়ের ওপর চাপ দেন তিনি। একপর্যায়ে মা জমি লিখে না দেওয়ায় মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার পায়তারা করে সে। ঘটনাটি স্থানীয়দের কাছে ধরনা দিয়েও কোনো সমাধান পাননি ওই বৃদ্ধা। বরং চক্রান্তের শিকার হন আনোয়ারা বেগম।

বৃদ্ধা আনোয়ারা বেগম আকুতি করে জানান, তাঁর জমি ও বাড়ি লিখে না দেওয়ায় ছেট ছেলে তাঁকে মারপিট করেছে। ছেলের অত্যাচারে স্বামীর ভিটা মাটিতে থাকতে না পেরে আনোয়ারা বর্তমানে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন।


এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগটি যেহেতু মা ও ছেলের ব্যাপার। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!