ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)        দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স (জাতীয়)      
খাঁচার তালা ভেঙ্গে রাইজার কেটে নিয়ে যায়

আছমার মৃত্যু বরণ করার পর ফয়সল কর্তৃক তড়িগড়ি করে বিচ্ছিন্নকৃত লাইন চালু

Logo Missing
প্রকাশিত: 04:00:23 pm, 2020-09-16 |  দেখা হয়েছে: 77 বার।

স্টাফ রিপোর্টার : জুলুম অবিচার হয়রানীর শেষ কোথায়? সহকারী ম্যানেজার ফয়সল তিতাস ময়মনসিংহ যোগদান করার পর নানাভাবে বিভিন্ন দুর্নীতি অনিয়ম করে চলেছে। সে ময়মনসিংহ টাউনের পোলা ট্যাকা দিলে অবৈধ সংযোগ চলবে নতুতোবা নয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে ফয়সলের নেতৃত্বে তিতাসের একটি টিম লাইন ফাটায় অভিযান শুরু করে। এক পর্যায়ে দিগার কান্দা শান্তি নগর এলাকায় ৪ তালা ভবনের আছমা খাতুন বাড়ীর মালিক হিসাবে বকেয়া গ্যাস লাইন বিল কেন পরিশোধ করা হচ্ছেনা তাকে চার্জ করে। আছমা খাতুন কে এক পর্যায়ে সহকারী ম্যানেজার হুমকি ধমকি দেয়। আছমা খাতুন জানান ৪/৫ মাস পর পর আপনাদের একাউন্টে ৫০ হাজার করে টাকা দিই আবার বিল কিশের । এ কথা শুনে ফয়সল তেলে বেগুনে জ্বলে উঠে এবং তার উপর অশুভ আচরণ করেন। লাইন গুলো বিচ্ছিন্ন করে নিয়ে সেই মহূতেই আছমা খাতুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে। ফয়সল আছমা খাতুনের বাড়ীর তিতাস গ্যাসে খাচার তালা ভেঙ্গে রাইজার কেটে নিয়ে যায় এবং পুরান ইনসুলেটার ভেঙ্গে যাওয়ায় নতুন ইনসুলেটার দিয়ে পুনরায় তড়ি গড়ি করে গ্যাসের প্রদান করে।

Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!
Image Not Found!