ঢাকা   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার (জাতীয়)        হাসান আরিফের প্রথম জানাজায় ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা (জাতীয়)        বিজয় দিবসে লাল-সবুজ জার্সিতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মিলনমেলা (জাতীয়)        মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা (জাতীয়)        জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন সম্পাদক শামসুল আলম খান (ময়মনসিংহ)        জাতি চিরদিন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে --বিভাগীয় কমিশনার (জাতীয়)        এবারও বিজয় দিবসে ফ্যাসিস্ট রাই ক্রোড়পত্র পেলেন , নতুন বাংলাদেশের সফলতা না ব্যর্থতা এ দায় কার? মাননীয় তথ্য উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখবেন কি? (জাতীয়)        ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার কাজ (ময়মনসিংহ)        রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা (জাতীয়)        আওয়ামী লীগের কর্মসূচি, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত : উপদেষ্টা আসিফ মাহমুদ (জাতীয়)      

প্যারিস অলিম্পিকে দৌড়াবেন বাংলাদেশের দ্রুততম মানব

Logo Missing
প্রকাশিত: 05:48:14 pm, 2024-07-01 |  দেখা হয়েছে: 10 বার।

 

 
স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে অলিম্পিক গেমসের। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে পরিচিত এই ক্রীড়াযজ্ঞে বরাবরই বাংলাদেশের অ্যাথলেটরা অংশগ্রহণ করেন। এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের তিন অ্যাথলেটের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
 
আর্চার সাগর ইসলাম রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্ট জিতে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে খেলবেন শুটার রবিউল ইসলাম। তাদের সঙ্গে এবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশগ্রহণ করবেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
 
অলিম্পিকে সাতার ও অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের জন্য ওয়াইল্ড কার্ড দিয়ে থাকে এই দুই খেলার বৈশ্বিক ফেডারেশন। বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। দেশের অ্যাথলেটিক্স ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম পাঠিয়েছিল।
 
সোমবার বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন ইমরানুরের ওয়াইল্ড কার্ড পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে।

জানা গেছে, যেহেতু ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করেন, তাই দেশে না এসে তিনি সেখানেই অনুশীলন করবেন। ইংল্যান্ড থেকে ফ্রান্সের দূরত্ব কম হওয়ায় সেখান থেকেই প্যারিসে গিয়ে অলিম্পিকে অংশ নেবেন। উল্লেখ্য, ওয়াইল্ড কার্ড প্রাপ্ত ক্রীড়াবিদরা একটির বেশি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন না।