ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)        দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স (জাতীয়)      

‘বিশ্বকাপ প্রস্তুতি’তে বৃষ্টির বাধা

Logo Missing
প্রকাশিত: 10:44:02 pm, 2023-09-21 |  দেখা হয়েছে: 1 বার।

বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। আপাতত তাই অনেক প্রশ্নের উত্তর জানা হলো না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার টস ভাগ্যে হাসেন লিটন। সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের। তিন ম্যাচের সিরিজটি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে দুই দলই। এজন্য দুই দলই বেশ কিছু সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে মাঠে নামে। বাংলাদেশ দলে ফেরেন ফেরেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ ও নুরুল হাসান

বিশেষ করে বিশ্বকাপের আগে তামিম- মাহমুদউল্লাহর জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরেন তামিম। গত আফগানিস্তান সিরিজে চোট পেয়েছিলেন তিনি। বোর্ডের পক্ষ থেকে ‘বিশ্রামের’ কথা বলা হয়েও মূলত বাজে ফর্মের কারণে লম্বা সময় দলে ছিলেন না মাহমুদউল্লাহ। ম্যাচটি তার জন্যেও ছিল পরীক্ষার। কিন্তু সব পরীক্ষ

প্রথম দফায় ৪.৩ ওভারে আসে বৃষ্টির বাধা। প্রায় দুই ঘণ্টার পর শুরু হয় খেলা। ম্যাচ কমে দাঁড়ায় ৪২ ওভারে। এরপর ৩৩.৪ ওভারে আবার হানা দেয় বৃষ্টি। নিউ জিল্যান্ডের সংগ্রহ তখন ৫ উইকেটে ১৩৬ রান। এই প্রথম এই দুই দলের মধ্যকার কোনো ম্যাচ পরিত্যক্ত হলো।

২৭ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ২১ রানে দুটি নেন নাসুম আহমেদ

প্রথম দফা বৃষ্টির পর তৃতীয় ওভারেই সফলতা পায় বাংলাদেশ। মুস্তাফিজের বলে উইকেটের পিছন থেকে ডানে শূন্যে লাফিয়ে ফিন অ্যালেনের দুর্দান্ত ক্যাচ নেন নুরুল। ১৪ রানে প্রথম উইকেট হারায় নিউ জিল্যান্ড। নিজের পরের ওভারেই অনেকটা একই রকম ডেভিলারিতে চাদ বোয়েসকেও কট বিহাইন্ড করেন এই বাঁহাতি পেসার।

১৬ রানে ২ উইকেট হারানো দলকে পথে ফেরান উইল ইয়াং ও হেনরি নিকোলস। দুজনে গড়েন ১২৩ বলে ৯৭ রানের জুটি। বোলিংয়ে ফিরে থিতু হওয়া এই জুটি ভাঙেন মুস্তাফিজ। রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি নিকোলস। তার ব্যাট থেকে আসে ৫৭ বলে ৪৪ রান

এরপর এক ওভারে জোড়া আঘাত হানেন শুরু থেকে দারুণ বোলিং করা নাসুম। উইল ইয়াংকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলার এক বল পরেই এলবিডব্লিউ করে দেন নতুন ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রকে। ৯১ বলে ৫৮ রান করেন ইয়াং। ১৮ বল আর ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় কিউইরা।

নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ ওভারে মাত্র ২১ রান দিয়ে তিনটি মেডেনসহ ২ উইকেট নেন নাসুম। ২৭ রানে তিনটি নেন মুস্তাফিজ।

একই মাঠে আগামী শনিবার হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৩৩.৪ ওভারে ১৩৬/৫ (অ্যালেন ৯, ইয়াং ৫৮, বোয়েস ১, নিকলস ৪৪, ব্লান্ডেল ৮*, রবীন্দ্র ০, ম্যাককেঞ্চি ৮*; অতিরিক্ত ৮; মুস্তাফিজ ৭-১-২৭-৩, তানজিম ৫.৪-০-২৫-০, নাসুম ৮-৩-২১-২, মেহেদি ৭-০-২৭-০, মাহমুদউল্লাহ ৪-০-২১-০, সৌম্য ২-০-১৩-০)।

ফল: বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত।