ঢাকা   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  ঈশ্বরগঞ্জে তিন শতাধিক সুবিধাবঞ্চিতদের জন্য ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া (জাতীয়)        ৩ শতাধিক দুস্থ, প্রতিবন্ধী এতিম সুবিধাবঞ্চিতদের জন্য ঈশ্বরগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী ঈদ আয়োজন (ময়মনসিংহ)        চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার (জাতীয়)        পুরো গ্রাম বিক্রি হওয়ার তথ্য সত্যি নয়, বিক্রি হয়েছে শুধু একটি বাড়ি (ময়মনসিংহ)        ফ্যাসিস্ট পলাতক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও তার পাটনার আসিনুর রহমান মিল ও পুষ্টির লাইসেন্স দিয়ে শত শতকোটি টাকার বাণিজ্য করছে,কর্তৃপক্ষ নিরব! (ময়মনসিংহ)        অষ্টধারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ (ময়মনসিংহ)        দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ (জাতীয়)        ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যমতের সরকার অপরিহার্য — উলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের অভিমত (ময়মনসিংহ)        দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স (জাতীয়)      

কোটি টাকার সম্পদ সানিয়া মির্জার

Logo Missing
প্রকাশিত: 08:14:26 pm, 2024-07-04 |  দেখা হয়েছে: 17 বার।

 

 
স্পোর্টস ডেস্ক : শুধু ভারতের নয়, এশিয়ার নারী টেনিসের সবচেয়ে পরিচিত মুখ সানিয়া মির্জা। গত কয়েক বছর বিশ্ব টেনিসের আঙিনায় সানিয়াই ছিলেন ভারতের এক এবং একমাত্র প্রতিনিধি। সবমিলিয়ে ক্যারিয়ারে তিনটি মিক্সড ডাবলস ও তিনটি ডাবলস শিরোপা জয়ের কীর্তি রয়েছে সানিয়ার। ক্রীড়াঙ্গনে অবদানের কারণে ভূষিত হয়েছেন অর্জুন পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণে।
 
২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু। অবসরের আগ পর্যন্ত প্রথম ভারতীয় হিসেবে নেতৃত্ব দিয়েছেন টেনিসের শীর্ষ পর্যায়ে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনেই প্রথম মিক্সড ডাবলসের শিরোপা জিতেছিলেন মহেশ ভূপতিকে সঙ্গী করে।

আসুন এবার নজর দেওয়া যাক, তার আয়ের উৎস এবং বিলাসবহুল জীবনযাত্রার দিকে। বিভিন্ন রিপোর্ট অনুসারে সানিয়া মির্জার মোট সম্পদের পরিমাণ প্রায় ২১৬ কোটি টাকা।

বিভিন্ন ব্র্যান্ডের প্রচারদূত
হার্শে'স, এশয়ান পেইন্টস এবং ড্যানিউব প্রোপার্টিজ সহ বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের প্রচারদূত হিসেবে কাজ করেন সানিয়া।  ডিএনএ-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রতিটি ব্র্যান্ডের প্রচারদূত জন্য প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা নেন সানিয়া। এর মাধ্যমে প্রতি বছর প্রায় ২৫ কোটি টাকা আয় করেন সানিয়া। এছাড়াও প্রায়ই ইভেন্ট এবং বা টেলিভিশনে প্রকাশ্যে উপস্থিত হন।

ব্যক্তিগত বিনিয়োগ

সানিয়া মির্জার হায়দ্রাবাদ এবং দুবাইতে বিলাসবহুল বাড়ি রয়েছে। যার প্রতিটির মূল্য কোটি টাকা। জি নিউজের একটি প্রতিবেদন অনুসারে, হায়দ্রাবাদে তার বাড়ির মূল্য ১৩ কোটি টাকা! এছাড়াও তার দুবাই বাড়িটিও বেশ বিলাসবহুল।

ব্যবসায়ী সানিয়া

ভারত এবং দুবাইতে নিজের নামে টেনিস একাডেমি নামে সানিয়া মির্জার। সানিয়া মির্জা এখন একজন ব্যবসায়ীও। এই একাডেমির নেতৃত্বে আছেন সানিয়া নিজেই। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুসারে, তারা বিভিন্ন প্রোগ্রামের জন্য প্রতি মাসে ২০ হাজার থেকে ৭৫ হাজার রুপি নেয়৷

গাড়ী কালেকশন

বিলাসবহুল বাড়িতে বিনিয়োগের পাশাপাশি দামি গাড়িও পছন্দ করেন সানিয়া মির্জা। তার সংগ্রহে রয়েছে একটি বিএমডব্লিউ সেভেন সিরিজরর গাড়ি, একটি রেঞ্জ রোভার ইভোক, একটি জাগুয়ার এক্স-ই, মার্সিডিজ-বেঞ্জ, পোর্শে এবং অডিও।  এইসব গাড়িগুলোর মূল্য কোটি টাকার উপরে।