ঢাকা   শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ | ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  মির্জা ফখরুলের সঙ্গে নতুন জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ (জাতীয়)        চুক্তির পরেও ফিলিস্তিনিদের উত্তর গাজায় না ফিরতে ইসরায়েলের সতর্কতা (জাতীয়)        শহিদুল আলমসহ আটকৃতদের নেয়া হয়েছে আশদোদ বন্দরে (জাতীয়)        তারেক রহমানের দিকনির্দেশনায় পথ হারাবে না বাংলাদেশ: প্রিন্স (জাতীয়)        রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার (জাতীয়)        প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সভাপতির বৈঠক (জাতীয়)        ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান (জাতীয়)        ধোবাউড়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, আনসার সদস্য আটক (জাতীয়)        ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোই একমাত্র সমাধান’ (জাতীয়)        বেগম খালেদা জিয়ার সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ (জাতীয়)      

হজ শেষে দেশে ফিরেছেন ৪২৯৫০ হাজি

Logo Missing
প্রকাশিত: 02:23:47 pm, 2025-06-22 |  দেখা হয়েছে: 7 বার।

পবিত্র হজ পালন শেষে সউদী আরব থেকে শনিবার (২১ জুন) রাত পর্যন্ত ৪২ হাজার ৯৫০ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ এবং বেসরকারি ব্যবস্থাপনার ৩৭ হাজার ৯৪৪ জন দেশে ফিরেছেন।

রোববার (২২ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ১৭ হাজার ৮২, সউদী পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ১৮ হাজার ৫৪৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৭ হাজার ৩২৫ জন দেশে ফিরেছেন। মোট ১০৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ৪৩টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ৪৭টি সাউদিয়ার এবং ১৯টি ফ্লাইনাস এয়ারলাইন্সের।

এদিকে, সউদী আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৬২ হাজার ৬০৩টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২৩ হাজার ৮৯০টি সেবা প্রদান করেছে।

এখন পর্যন্ত ৩৮ জন বাংলাদেশি সউদী আরবে মারা গেছেন । তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে মারা গেছেন।

সউদী আরবের সরকারি হাসপাতালগুলো এ পর্যন্ত ২৮৪ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে এখনো ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এ বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং ৩১ মে শেষ হয়। সউদী আরব থেকে দেশে ফেরার কার্যক্রম ১০ জুন শুরু হয়েছে এবং তা ১০ জুলাই পর্যন্ত চলবে।

ধর্ম মন্ত্রণালয় ২০২৫ সালের হজের জন্য ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর হজ উপলক্ষ্যে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সউদী আরবে গেছেন।

হজ ব্যবস্থাপনা অফিস জানায়, কর্তৃপক্ষ বাংলাদেশিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চলমান এ কার্যক্রম ও স্বাস্থ্যসেবার ওপর নিবিড়ভাবে নজর রাখছে।